এবার ট্যুর অপারেটরদের প্রশিক্ষণের ব্যবস্থা করছে রাজ্য সরকার

নতুন নতুন পর্যটন ক্ষেত্র সাজিয়ে তোলা হয়েছে গত ১০ বছরে।

September 14, 2021 | < 1 min read

Authored By:

Drishti Bhongi Drishti Bhongi
Published by: Drishti Bhongi
ছবি: সংগৃহীত

পর্যটনের গুরুত্ব বেড়েছে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর থেকেই। দপ্তরের বাজেটও বেড়েছে অনেক গুণ। নতুন নতুন পর্যটন ক্ষেত্র সাজিয়ে তোলা হয়েছে গত ১০ বছরে। এবার ট্যুর অপারেটর এবং ট্র্যাভেল এজেন্টদের মতো সার্ভিস প্রোভাইডারদের প্রশিক্ষণের ব্যবস্থা করছে রাজ্য সরকার। স্কিল ডেভেলপমেন্টের প্রশিক্ষণের পরে তাঁদের সার্টিফিকেটও দেওয়া হবে। যা তাঁদের কাজে লাগবে। যাঁরা দেশি-বিদেশি পর্যটকদের রাজ্যের পর্যটন ক্ষেত্রে ঘোরানোর জন্য ট্যুর অপারেটর হিসেবে কাজ করেন, তাঁদের এই প্রশিক্ষণ দেওয়া হলে পর্যটকদের ফেসিলিটি দেওয়ার ক্ষেত্রে অনেক সুবিধা হবে।

পর্যটকদের পরিষেবা দেওয়ার ক্ষেত্রে সার্ভিস প্রোভাইডারদের আধুনিক ও উন্নত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এর জন্য স্কিম ফর সার্ভিস প্রোভাইডার ২০২০-২১ নামে একটি প্রকল্প সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে অনুমোদিত হয়েছে।  

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen