এবার আরও ২টি চটকল খুলছে রাজ্যের চেষ্টায়

আগামী এক সপ্তাহের মধ্যে বাকি বন্ধ চটকলগুলিও খোলার আপ্রাণ চেষ্টা চালানো হচ্ছে।

July 11, 2021 | < 1 min read
Published by: Drishti Bhongi

সক্রিয় শ্রমমন্ত্রী বেচারাম মান্না (Becharam manna)। আর সেই সক্রিয়তার কারণে তাঁর নির্দেশে শনিবার ছুটির দিনেও দপ্তরের সিনিয়র আধিকারিকদের উপস্থিতিতে অনুষ্ঠিত ত্রিপাক্ষিক বৈঠকে আরও দু’টি বন্ধ চটকল খোলার চুক্তি সম্পাদিত হল। সম্পাদিত চুক্তি অনুযায়ী হুগলির চন্দননগরের গোন্দলপাড়া ও শ্রীরামপুরের ইন্ডিয়া জুট মিল খুলতে চলেছে যথাক্রমে আজ রবি ও কাল সোমবার থেকে। একই মালিকানাধীন চটকল (Jute Mill) দু’টিতে সাকুল্যে সাড়ে সাত হাজার শ্রমিকের (Workers) মুখে এর ফলে হাসি ফুটতে চলেছে। 


শ্রমমন্ত্রী এদিন বলেন, ভোটের ফল বেরনোর পর গত দু’মাসে কাঁচাপাট ও মূলধনের অভাব এবং শ্রমিক অসন্তোষের কারণে নয়-নয় করে ১৭টি চটকল বন্ধ হয়েছিল। ৫০ হাজারের বেশি শ্রমিক এর ফলে কর্মহীন হয়ে পড়েন। কিন্তু সংশ্লিষ্ট চটকলগুলির মালিকপক্ষের পাশাপাশি শ্রমিক সংগঠনগুলির সঙ্গে বারবার বৈঠক করে এই জট কাটানোর উদ্যোগ নেওয়া হয় দপ্তরের তরফে। তার পরিণামে এদিন পর্যন্ত বন্ধ হওয়া ১০টি চটকল খোলার চুক্তি সম্পাদিত হয়েছে। কয়েকটি ইতিমধ্যে নতুন করে উৎপাদন শুরুর প্রস্তুতিও সেরে ফেলেছে। আগামী এক সপ্তাহের মধ্যে বাকি বন্ধ চটকলগুলিও খোলার আপ্রাণ চেষ্টা চালানো হচ্ছে। 

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen