সুন্দরবনকে কেন্দ্র করে পরিবেশ বান্ধব পর্যটন – উদ্যোগী রাজ্য

পর্যটন ব্যবসায় যুক্ত হয়ে অর্থ উপার্জনের ব্যবস্থা করার জন্য স্থানীয় বাসিন্দাদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

March 11, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

সুন্দরবনকে কেন্দ্র করে পরিবেশ বান্ধব পর্যটনের উপর জোর দিচ্ছে রাজ্য সরকার। পর্যটনমন্ত্রী ইন্দ্রনীল সেন বৃহস্পতিবার জানিয়েছেন, এলাকাটি পরিবেশতভাবে স্পর্শকাতর হওয়ার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। পরিবেশ বজায় রাখার উদ্দেশে পর্যটকরা যাতে ‘হোম স্টে’ তে থাকেন, তার জন্য ব্যবস্থা করা হচ্ছে। বাসন্তী এলাকায় ৭টি হোম স্টে-র রেজিস্ট্রেশন হয়েছে। আরও একশোটির রেজিস্ট্রেশন করার উদ্যোগ চলছে সুন্দরবনে। সুন্দরবনে পর্যটকদের নিয়ে যাওয়ার জন্য আরও জলযান আগামী দিনে চালু করা হবে। এখন পর্যটকদের নিয়ে যাওয়ার জন্য দু’টি জলযান রয়েছে দপ্তরের। পর্যটন ব্যবসায় যুক্ত হয়ে অর্থ উপার্জনের ব্যবস্থা করার জন্য স্থানীয় বাসিন্দাদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

পর্যটন ব্যবসায় যুক্ত হয়ে অর্থ উপার্জনের ব্যবস্থা করার জন্য স্থানীয় বাসিন্দাদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। পর্যটকদের কাছে স্থানীয় লোকশিল্পীদের সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হচ্ছে। এতে তাঁদেরও আয়ের পথও খুলে গিয়েছে। মন্ত্রী এদিন জানিয়েছেন, কয়েক মাসের মধ্যে রাজ্যে পর্যটকদের থাকার জন্য হাউসবোট চালু করা হবে। শাসক ও বিরোধী দলের অনেক বিধায়ক এদিন তাঁদের এলাকায় পর্যটন কেন্দ্র গড়ে তোলার প্রসঙ্গ তোলেন। পর্যটনমন্ত্রী বলেন, জেলা প্রশাসনের মাধ্যমে প্রস্তাব এলেই দপ্তর ব্যবস্থা নেবে। দপ্তর ইতিমধ্যে রাজ্যে ১২৭টি পর্যটন কেন্দ্র চিহ্নিত করেছে। বিভিন্ন দিক দিয়ে গুরুত্ব বিবেচনা করে পর্যটন কেন্দ্র চিহ্নিত করা হয়। কোভিড পরিস্থিতি ও কেন্দ্রীয় বঞ্চনার জন্য আর্থিক সঙ্কট থাকা সত্ত্বেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশমতো পর্যটন পরিকাঠামো উন্নয়নের জন্য বিভিন্ন ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে ইন্দ্রনীলবাবু জানিয়েছেন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen