৯ জুলাই বনধে কোনও ছুটি নয় সরকারি কর্মীদের, নির্দেশ জারি করল নবান্ন

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৯ জুলাই সমস্ত সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত অফিস খোলা থাকবে। সকল কর্মচারীকে হাজিরাও দিতে হবে।

July 7, 2025 | 2 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৯:১৭: বুধবার (৯ জুলাই) কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলির ডাকা সর্বভারতীয় ধর্মঘটে সামিল হচ্ছে বিভিন্ন শ্রমিক সংগঠন। কিন্তু সেই বনধের (Bandh) দিনও স্বাভাবিক নিয়মে খোলা থাকবে রাজ্য সরকারের সমস্ত দপ্তর। কোনও ছুটি নয়, কর্মীদের বাধ্যতামূলক ভাবে হাজিরা দিতে হবে— স্পষ্ট নির্দেশ জারি করল নবান্ন (Nabanna)।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৯ জুলাই সমস্ত সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত অফিস খোলা থাকবে। সকল কর্মচারীকে হাজিরাও দিতে হবে। ওই দিন কোনও ক্যাজুয়াল লিভ বা হাফ ছুটি নেওয়া যাবে না। বিনা অনুমতিতে কোনও কর্মী অনুপস্থিত থাকলে বেতনও কাটা হতে পারে। পাশাপাশি শোকজও করা হতে পারে। উপযুক্ত জবাব না পেলে কড়া পদক্ষেপ করা হতে পারে। তবে চার ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে।

  • ১. কর্মী হাসপাতালে ভর্তি থাকলে।
  • ২. পরিবারের সদস্যর মৃত্যু হলে।
  • ৩. গুরুতর অসুস্থ থাকলে।
  • ৪. ৮ তারিখের আগে থেকে অনুপস্থিত থাকলে।
  • ৫. সন্তানের দেখভাল, মাতৃত্বকালীন বা অসুস্থতার জন্য আগে থেকে ছুটি নেওয়া থাকলে তা আগের মতোই থাকবে।

প্রসঙ্গত, ৯ জুলাই দেশজুড়ে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন এবং ফেডারেশনগুলির ডাকে ধর্মঘটের ঘোষণা হয়েছে। তাঁদের দাবি, মোদী সরকারের চালু করা নতুন শ্রম কোড বাতিল করতে হবে। ওই কোডে ১২ ঘণ্টার কাজের ব্যবস্থা এবং সংগঠিত ক্ষেত্রের ৭৫ শতাংশ কর্মী শ্রম সুরক্ষার বাইরে চলে যাচ্ছেন বলে অভিযোগ সংগঠনগুলির। সেই দাবিতেই বুধবার সারাদিন ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen