চিকিৎসার প্রয়োজনে ২ হাজার ক্রিটিকাল কেয়ার বেড বাড়ছে রাজ্যে

রাজ্যজুড়ে মেডিক্যাল কলেজ, জেলা ও মহকুমা হাসপাতাল মিলিয়ে ৭৬টি সিসিইউ রয়েছে।

March 21, 2022 | 2 min read

Authored By:

Drishti Bhongi Drishti Bhongi

শিশু-কিশোর ও প্রাপ্তবয়স্কদের চিকিৎসার প্রয়োজনে ২ হাজার ক্রিটিকাল কেয়ার বেড বাড়ছে রাজ্যে। আদর্শ স্বাস্থ্য পরিষেবার শর্ত হল, যে কোনও হাসপাতালে মোট শয্যার ১০ শতাংশ হতে হবে ক্রিটিক্যাল কেয়ার বেড। ৫০০ শয্যার হাসপাতাল হলে ৫০, ১০০০ শয্যা হলে ১০০ বেড ইত্যাদি। সেই লক্ষ্য বাস্তবায়িত করার উদ্যোগ নিয়েছে রাজ্য। স্বাস্থ্য দপ্তর সূত্রে এই খবর জানা গিয়েছে। 
সূত্রের খবর, এর মধ্যে কেন্দ্রীয় সরকারের ‘প্রধানমন্ত্রী আয়ুষ্মান ভারত হেলথ ইনফ্রাস্ট্রাকচার মিশন’এর আওতায় কেন্দ্র-রাজ্য যৌথ উদ্যোগে আগামী পাঁচ বছরে ২৩টি জেলায় ক্রিটিক্যাল কেয়ার হাসপাতাল তৈরি হবে। ৫০ ও ১০০ শয্যা হাসপাতালগুলির অন্তত ৪ ভাগের এক ভাগ থাকবে সিসিইউ শয্যা। খাতায় কলমে পাঁচ হলেও রাজ্যের লক্ষ্য তিনবছরের মধ্যে এগুলি শেষ করা। এভাবে রাজ্যে বাড়ছে অন্তত ৫০০ সিসিইউ শয্যা। এর জন্য বিনিয়োগ করা হচ্ছে ১৩০০ কোটি টাকা। 


রাজ্যজুড়ে মেডিক্যাল কলেজ, জেলা ও মহকুমা হাসপাতাল মিলিয়ে ৭৬টি সিসিইউ রয়েছে। সব ধরনের রোগী ভর্তির এই ‘হাইব্রিড সিসিইউ’গুলির শয্যাসংখ্যা দ্বিগুণ করছে রাজ্য সরকার। প্রায় ১ হাজার সিসিইউ শয্যা বাড়বে এই পরিকল্পনায়। এপ্রিল মাসে চালু হচ্ছে বর্ধিত ইউনিটগুলি। অন্যদিকে রাজ্যজুড়ে বিভিন্ন সরকারি হাসপাতাল ও মেডিক্যাল কলেজে থাকা বাচ্চাদের পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিট বা পিকু শয্যাও বাড়ছে ৪৩৫টি। সেই কাজও চলছে জোরকদমে। আগামী ১ মাসের মধ্যেই এপ্রিলে চালু হওয়ার কথা নতুন শয্যাগুলির। এক্ষেত্রেও সম্পূর্ণভাবে রাজ্যের বিনিয়োগ সিসিইউ পিছু প্রায় দেড় থেকে দু’কোটি টাকা। স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, হেলথ ইনফ্রাস্ট্রাকচার মিশন-এর মাধ্যমে রাজ্যের ২৩টি জেলার মধ্যে ১৮টিতে ১০০ শয্যার ক্রিটিক্যাল কেয়ার ব্লক বা হাসপাতাল তৈরি হবে। পাঁচটিতে তা হবে ৫০ শয্যার। মেডিক্যাল কলেজ বা জেলা হাসপাতালে হলেও এইসব হাসপাতালগুলি হবে স্বয়ংসম্পূর্ণ। নিকু, পিকু, এইচডিইউ ও সাধারণ বেড—সব ধরনের ব্যবস্থা থাকবে সেখানে। এ বছর হাওড়া, হুগলি সহ ৪ জেলায় এই ধরনের হাসপাতাল তৈরির কাজ শুরু হবে। 


রাজ্যজুড়ে মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতাল মিলিয়ে প্রায় ৫০টি হাইব্রিড সিসিইউ রয়েছে। ১২ শয্যার এই সিসিইউ ইউনিটগুলির শয্যা বেড়ে হচ্ছে ২৪। অন্যদিকে ২৫-২৬টি সিসিইউ রয়েছে মহকুমা ও স্টেট জেনারেল হাসপাতালে। ছয় শয্যার এই সিসিইউগুলির শয্যা সংখ্যাও দ্বিগুণ বেড়ে হচ্ছে ১২। বেড বাড়ানোর সঙ্গে সঙ্গে চিকিৎসা প্রযুক্তির ঢালাও আধুনিকীকরণ হচ্ছে প্রতিটি সিসিইউতে। কার্ডিয়াক মনিটর, ভেন্টিলেটর, সি প্যাপ, বাইপ্যাপ সহ নানান আধুনিক যন্ত্র আসছে সেখানে।    

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen