বাংলার প্রতিটি জেলাসদরে মাল্টি কমপ্লেক্স মল গড়বে রাজ্য

শপিংমল ও সিনেমা হলকে একসঙ্গে জুড়ে মাল্টি কমপ্লেক্স মল তৈরির পরিকল্পনা নিয়েছে রাজ্য

August 13, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: শপিংমল ও সিনেমা হলকে একসঙ্গে জুড়ে মাল্টি কমপ্লেক্স মল তৈরির পরিকল্পনা নিয়েছে রাজ্য। ঝাড়গ্রামে আদিবাসী দিবসের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, রাজ্যের সমস্ত জেলাতেই পাঁচ তলা শপিংমল তৈরি করা হবে। শপিং মল তৈরি করা হবে সরকারি উদ্যোগে। সমস্ত জেলার সদর শহরগুলিতে এমন শপিংমল তৈরি করা হবে। শপিং মলগুলোতে সিনেমা হল থাকবে।

রাজ্যের ২৩ জেলার সদর শহরেই সিনেমা হল যুক্ত শপিংমল তৈরি করা হবে। পাঁচ তলা শপিং মলের দুটি তল স্বনির্ভর গোষ্ঠীর তৈরি জিনিসপত্র বিক্রির জন্য রাখা হবে। বাকি তিনটি তলায় অন্যান্য দোকান করা হবে। প্রত্যেক জেলার সদর শহরে এক একর করে জমি সংগ্রহ করা হচ্ছে। রাজ্য সরকারের তরফ থেকে জমি দেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। বেসরকারি সংস্থা তৈরি করবে শপিংমল। রাজ্য, ঝাড়গ্রাম ও কালিম্পংয়ের মতো আদিবাসী অধ্যুষিত এলাকায় আদিবাসী ভবন তৈরি করবে।

আপাতত ১০টি শহরের নাম শোনা যাচ্ছে, যেগুলিতে প্রথম ধাপে শপিংমল তৈরি করা হবে। শহরগুলি হল আসানসোল, দুর্গাপুর, বর্ধমান, শিলিগুড়ি, জলপাইগুড়ি, বহরমপুর, দীঘা, মেদিনীপুর, মালদা, চন্দননগর ইত্যাদি। ধাপে ধাপে রাজ্যের অন্যান্য জেলার সদর শহরগুলিতেও পাঁচ তলা শপিংমল তৈরি করা হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen