জুলাই নয়, ফেব্রুয়ারিতেই সবুজসাথী—এবার সময়ের আগেই সাইকেল পাবে ১২ লক্ষ পড়ুয়া

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১১.১৫: নতুন শিক্ষাবর্ষ শুরু হতেই পড়ুয়াদের সুবিধায় একাধিক পদক্ষেপের কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বই–খাতা ও ব্যাগের পাশাপাশি ইউনিফর্ম, জুতো এবং সাইকেল দ্রুত দেওয়ার নির্দেশ ছিল তাঁর। সেই নির্দেশকে সামনে রেখেই এ বার অনেক আগেভাগে ‘সবুজসাথী’ প্রকল্পের সাইকেল বণ্টনের প্রস্তুতি শুরু করল শিক্ষাদপ্তর। অনগ্রসর শ্রেণি কল্যাণ দপ্তরের সঙ্গে যৌথভাবে ফেব্রুয়ারি মাস থেকেই নবম শ্রেণির ছাত্রছাত্রীদের হাতে সাইকেল তুলে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। সবকিছু ঠিকঠাক চললে রাজ্যের প্রায় ১২ লক্ষ পড়ুয়া এই দফায় সাইকেল পাবে।
এই লক্ষ্যে ‘বাংলার শিক্ষা’ পোর্টাল থেকে ছাত্রছাত্রীদের তথ্য ইতিমধ্যেই অনগ্রসর শ্রেণি কল্যাণ দপ্তরের কাছে পাঠানো হয়েছে। তথ্য যাচাই করে চূড়ান্ত তালিকা তৈরির কাজ শুরু হয়েছে। একই সঙ্গে স্কুলগুলিতে পাঠানো হয়েছে বিস্তারিত স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর বা এসওপি। সেখানে স্পষ্ট বলা হয়েছে, কোনও পড়ুয়ার তথ্য ‘সবুজসাথী’ পোর্টালে না থাকলে প্রধান শিক্ষকদের নতুন করে ডেটা এন্ট্রি করতে হবে। সম্পূর্ণ রেজিস্ট্রেশন না থাকলে নির্দিষ্ট নিয়ম মেনে আবেদনও করা যাবে। প্রয়োজনে ব্যাংক অ্যাকাউন্ট নম্বর বা অন্যান্য তথ্য সংশোধনের সুযোগ রাখা হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট পড়ুয়া আগে সাইকেল পেয়েছে কি না, সেই তথ্য জানানো বাধ্যতামূলক করা হয়েছে।
স্কুল স্তরে তথ্য চূড়ান্ত হওয়ার পর এসআই ও ডিআই পর্যায়ে ভ্যালিডেশন হবে। এরপর জেলা স্তরের নোডাল আধিকারিকরা অনুমোদন দিলে তৈরি হবে মাস্টার রোল। সেই তালিকা অনুযায়ী বিডিওরা নির্দিষ্ট ডেলিভারি পয়েন্ট থেকে সাইকেল বিতরণ করবেন। প্রয়োজনে তৃণমূল স্তরে একাধিক ডেলিভারি পয়েন্টও করা হতে পারে।
অন্য বছরগুলিতে যেখানে জুলাইয়ের পর এই প্রক্রিয়া শুরু হত, সেখানে এ বার জানুয়ারিতেই টেন্ডার শেষ করার লক্ষ্য নেওয়া হয়েছে। ফলে ফেব্রুয়ারি থেকেই বণ্টন শুরু করা সম্ভব হবে বলে আশা। ভোট ঘোষণা নিয়ে কিছু সংশয় থাকলেও, চালু প্রকল্প হওয়ায় বড় বাধা আসবে না বলেই মত অনেকের। যদিও নতুন শিক্ষাবর্ষের কাজের চাপ নিয়ে কিছু শিক্ষকের অসন্তোষ রয়েছে, তবু তাঁদের একাংশ মানছেন—বছরের শুরুতেই সাইকেল পেলে পড়ুয়াদের স্কুলে উপস্থিতি বাড়বে এবং পড়াশোনার প্রতি আগ্রহ আরও দৃঢ় হবে। পাহাড় থেকে গ্রাম–শহর সর্বত্র স্কুলমুখী সাইকেলযাত্রাই তার বাস্তব উদাহরণ।