সুখবর, বিদেশি পর্যটক আকর্ষণের নিরিখে দেশের মধ্যে তৃতীয় বাংলা

বিদেশি পর্যটকদের কাছে টানার ক্ষেত্রে সারা দেশের মধ্যে পশ্চিমবঙ্গ তৃতীয় স্থানে রয়েছে।

August 6, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: এগিয়ে বাংলা। এগিয়ে বাংলার পর্যটন। একসময়ে দাবি করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সেই দাবি একেবারে যে অমূলক নয়, তা‌ ফের প্রমাণ হয়ে গেল সদ্য প্রকাশিত রিপোর্টে। সেই রিপোর্ট বলছে, বিদেশি পর্যটকদের কাছে টানার ক্ষেত্রে সারা দেশের মধ্যে পশ্চিমবঙ্গ তৃতীয় স্থানে রয়েছে।

সম্প্রতি প্রকাশিত ভারত সরকারের পর্যটন মন্ত্রকের ‘পর্যটন পরিসংখ্যান রিপোর্ট ২০২৩’ অনুযায়ী, ২০২২ সালে বিদেশী পর্যটকদের পরিদর্শনের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ ভারতের মধ্যে তৃতীয় স্থানে রয়েছে। ১.০৪ মিলিয়ন বিদেশী পর্যটক বাংলায় এসেছে, যা দেশের মোট বিদেশি পর্যটকদের ১২.০৮ শতাংশ। এক্ষেত্রে বড় ভূমিকা নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় মস্তিস্ক প্রসূত দুর্গাপূজা ইউনেস্কোর ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ অব হিউম্যানিটির সম্মাননা।

প্রসঙ্গত, এর আগে ২০১৯ সালে বিদেশি পর্যটক আকর্ষণে বাংলার স্থান ছিল ষষ্ঠ। ২০২০ সালে তা পঞ্চম স্থানে উঠে এসেছিল। এ রাজ্যে পর্যটন ক্ষেত্রে মমতার জমানায় প্রভূত উন্নতি করায় বিদেশি পর্যটকদের আকর্ষণের কেন্দ্র স্থলে পরিণত হয়েছে। যার ফলে অন্য রাজ্যগুলির তুলনায় অনেকটা ওপরে উঠে গিয়েছে বাংলা। এছাড়াও এছাড়া উত্তরবঙ্গের পাহাড়ের জন্য রাজ্য সরকার অনেক হোম স্টে করে দিয়েছে। হোমস্টের তথ্য নিয়ে চালু করছে মোবাইল অ্যাপ‌ও।ঐ মোবাইল অ্যাপে হোমস্টের নাম, ঠিকানা, ফোন নম্বর সহ যাবতীয় তথ্য। প্পথম থেকেই পর্যটনের প্রসারে অনেক কাজ করেছে রাজ্য সরকার। তার ফল বর্তমানে হাতেনাতে মিলছে বলে মনে করছেন ওয়াকিবহাল মহল।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen