লগ্নি প্রস্তাবে এগিয়ে বাংলা, পিছিয়ে গুজরাত-সহ ডবল ইঞ্জিন রাজ্যগুলো

যে’সব সংস্থা লগ্নি করে মুনাফা করেছে, তারাই রাজ্যে আবারও পুঁজি ঢালছে। যা অত্যন্ত ইতিবাচক।

September 16, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi
লগ্নি প্রস্তাবে এগিয়ে বাংলা, পিছিয়ে গুজরাত-সহ ডবল ইঞ্জিন রাজ্যগুলো। গ্রাফিক্স: মোঃ রবিউল ইসলাম

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বিনিয়োগে এগিয়ে বাংলা। লগ্নিতে এখন শীর্ষে বাংলা, খোদ বাণিজ্য মন্ত্রকের তথ্যে ধরা দিয়েছে এ ছবি। বাণিজ্য মন্ত্রকে তথ্য বলছে, মে মাসের হিসাবে গুজরাত, তামিলনাড়ু, কর্নাটক, অন্ধ্রপ্রদেশের মতো রাজ্যকে পিছনে ফেলে লগ্নি প্রস্তাবে এগিয়ে গিয়েছে বাংলা।

বাণিজ্য মন্ত্রক জানাচ্ছে, বাংলা মে মাসে দুই সংস্থা থেকে ১৫১৪ কোটি টাকার শিল্প প্রস্তাব পেয়েছে। তাতে ৩৪১৯ জনের কর্মসংস্থান হতে পারে। একই সময়ে গুজরাত পেয়েছে ১,০৫৩ কোটি, তামিলনাড়ু ২৭৩ কোটি, অন্ধ্রপ্রদেশ ৭৮২ কোটি ও কর্নাটক ১১৭ কোটির প্রস্তাব। প্রস্তাব দুটি হল, পিয়ারলেস গোষ্ঠীর ৫০০ শয্যার হাসপাতাল। অন্যটি জুপিটার রিনিউবল্‌সের ১৮০০ মেগাওয়াটের সোলার সেল কারখানা।

আরও পড়ুন: ঘুরে দাঁড়াচ্ছে NBSTC, পুজোয় ঠিকা ও অস্থায়ী কর্মীদের বোনাস দেওয়ার সিদ্ধান্ত

যে’সব সংস্থা লগ্নি করে মুনাফা করেছে, তারাই রাজ্যে আবারও পুঁজি ঢালছে। যা অত্যন্ত ইতিবাচক। কারণ, এক সংস্থাই একাধিকবার লগ্নি করে ব্যবসা সম্প্রসারণ করলে বাইরের লগ্নিকারীদের কাছে ইতিবাচক বার্তাই যাবে। রাজনৈতিক স্থিতিশীলতা, পশ্চিমবঙ্গ সম্পর্কে লগ্নিকারীদের মনোভাব বদল ও শিল্প ক্ষেত্রে শান্তি বজায় রাখায় সুফল মিলছে। ধর্মঘট বন্ধ, আইন-শৃঙ্খলার উন্নতির কারণেই ইতিবাচক সাড়া মিলছে।

জানুয়ারিতে রাজ্যে লগ্নি প্রস্তাব এসেছিল ১৬,২৬১ কোটি টাকার। ফেব্রুয়ারি ও মার্চে যথাক্রমে ২২৬৯ কোটি ও ৫৭০ কোটির। এপ্রিলে মাত্র ১৯৩ কোটি। মে-তে অনেকটাই বেশি। বড় শিল্পের পাশাপাশি মাঝারি ও ক্ষুদ্র শিল্পেও বাংলা অন্য বহু রাজ্যের চেয়ে এগিয়ে। লগ্নি প্রস্তাবগুলি বাস্তবায়িত হলে কর্মসংস্থানের চেহারা অনেকটাই বদলাবে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen