ফের চড়বে পারদ, বৃষ্টি হবে কি বঙ্গে?

হাওয়া অফিস জানিয়েছে, কলকাতা বা তার পার্শ্ববর্তী অঞ্চলের বৃষ্টিপাতের সম্ভাবনা খুব কম। যদি বৃষ্টি হয় সেটা খুব হালকা। আগামী ৪ থেকে ৫ দিন কলকাতায় আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা থাকছে।

April 26, 2023 | < 1 min read

Authored By:

Drishti Bhongi Drishti Bhongi
একেবারে শেষলগ্নে চৈত্র, ঝোড়ো ব্যাটিং শুরু করেছে গ্রীষ্ম ছবি সৌজন্যে cnbc.com

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: তাপমাত্রা কমাতে কিছুটা স্বস্তি মিলেছিল রাজ্যবাসীর। কিন্তু সেই স্বস্তির দিন শেষ হতে চলেছে। ফের তাপমাত্রা বাড়তে চলেছে দক্ষিণবঙ্গে। আজ থেকেই দক্ষিণবঙ্গে চড়বে পারদ। তাপমাত্রা ছুঁতে পারে ৪০ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী পাঁচ দিন, দক্ষিণবঙ্গের প্রায় সব জেলার সর্বোচ্চ তাপমাত্রা ৩-৪ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। তবে বৃহস্পতিবার ২৭ তারিখে দক্ষিণের বেশির ভাগ জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তার পরে ফের তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে।

হাওয়া অফিস জানিয়েছে, কলকাতা বা তার পার্শ্ববর্তী অঞ্চলের বৃষ্টিপাতের সম্ভাবনা খুব কম। যদি বৃষ্টি হয় সেটা খুব হালকা। আগামী ৪ থেকে ৫ দিন কলকাতায় আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা থাকছে।

দক্ষিণবঙ্গের সব জেলায় বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। দুই ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, দুই বর্ধমান, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়ায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। শুক্রবার দুই মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে।

উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী ৪ থেকে ৫ দিন বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার জেলায় বেশি বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলিতে খুব হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আজ থেকে ৩ থেকে ৪ দিন মালদা ও দুই দিনাজপুরে তুলনামূলকভাবে বৃষ্টিপাতের পরিমাণ কম থাকবে। আগামীকাল ২৭ তারিখ থেকে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen