সপ্তাহান্তে শীতের আমেজ থাকবে, তবে ফিরছে না জাঁকিয়ে ঠান্ডা
চলতি সপ্তাহের ফিরে আসা শীতের আমেজের রেশ শনিবারও বজায় রয়েছে।
February 4, 2023
|
< 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেক্স, দৃষ্টিভঙ্গি: চলতি সপ্তাহের ফিরে আসা শীতের আমেজের রেশ শনিবারও বজায় রয়েছে। আগামী দুদিনও এই শীত বজায় থাকতে পারে, বলেছে আবহাওয়া দপ্তর। তবে আবার জাঁকিয়ে ঠান্ডা পড়ার আর কোনও সম্ভাবনা নেই।
শনিবার শহরের আকাশ পরিষ্কার থাকবে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৭ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ২৫.৬ ডিগ্রি সেলসিয়াস। আজ সারাদিন বজায় থাকবে শীতের আমেজ। রাতের দিকে শীতের অনুভব করবে রাজ্যবাসী। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
দক্ষিণবঙ্গেও শীতের আমেজ থাকবে একাধিক জেলায়। সকাল ও সন্ধ্যায় তাপমাত্রা আরও কম থাকবে। উত্তরবঙ্গে, দার্জিলিং এবং কালিম্পংয়ের পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।