শিবরাত্রিতে বদলালো আবহাওয়া, কোথায় হতে পারে বৃষ্টি?

আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আজ শিবরাত্রির দিন বঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।

February 18, 2023 | < 1 min read

Authored By:

Drishti Bhongi Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আবহাওয়ার খামখেয়ালিপনা অব্যাহত। ধীরে ধীরে বিদায় নিচ্ছে শীত। মেঘলা আকাশের থাকায় দিনের বেলায় সেরকম গরম লাগছে না। জেলায় জেলায় সকাল থেকেই ঘন কুয়াশা। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আজ শিবরাত্রির দিন বঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।

হাওয়া অফিস সূত্রে খবর, শনিবার দার্জিলিং ও কালিম্পং জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবি ও সোমবার বৃষ্টির পরিমাণ বাড়বে। রবিবার ১৯ ফেব্রুয়ারী থেকে কলকাতাসহ পার্শ্ববর্তী অঞ্চলে শীতের আমেজ বলে কিছু থাকবে না। রাতের তাপমাত্রা থাকবে ২১ ডিগ্রির ঘরে এবং দিনের তাপমাত্রা ৩০ ডিগ্রির ঘরে ।

আপাতত কলকাতা শহরে বৃষ্টির সম্ভাবনা নেই। এদিন সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৭ ডিগ্রি থেকে প্রায় ৩ ডিগ্রি বেড়ে দাঁড়িয়েছে ২১.৫ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৫২ থেকে ৯৪ শতাংশ। পূর্বাভাস অনুযায়ী, আজ দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen