নীতি আয়োগের রিপোর্টে পশ্চিমবঙ্গের মানচিত্রই বদলে গেছে! চিঠি দিলেন ক্ষুব্ধ মমতা
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নীতি আয়োগের ভাইস চেয়ারপার্সনকে চিঠি লিখে অবিলম্বে ওই ভুল সংশোধন করার দাবি জানালেন।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৯:৪০: নীতি আয়োগ প্রকাশিত বার্ষিক রিপোর্টে পশ্চিমবঙ্গের মানচিত্রই বদলে দেওয়া হয়েছে! যেখানে বাংলার মানচিত্রকে চিহ্নিত করার কথা, সেখানে দেখানো হয়েছে বিহারকে। কেন্দ্রীয় সংস্থা নীতি আয়োগের (Niti Ayog) বার্ষিক রিপোর্টে বাংলাকে অপমান করা হয়েছে! এমনই অভিযোগ করেছেন রাজ্যসভার তৃণমূল সাংসদ সাকেত গোখলে। ছবি দেখিয়ে দাবি করেছেন, দেশের মানচিত্রে পশ্চিমবঙ্গকে (West Bengal) ভুল দেখানো হয়েছে। এই ঘটনায় অসন্তুষ্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। ভুল মানচিত্র প্রকাশের ঘটনায় এ বার নীতি আয়োগকে চিঠি পাঠালেন তিনি।
নীতি আয়োগ। কেন্দ্র ও রাজ্য সমন্বয়ের সর্বোচ্চ মঞ্চ। অথচ সেই নীতি আয়োগের বার্ষিক রেকর্ডে বিশ্রী ভুল। বাংলা সংক্রান্ত নীতি আয়োগের রিপোর্টের যে প্রচ্ছদ তৈরি হয়েছে সেই প্রচ্ছদের ম্যাপে বাংলাকে দেখানো হয়েছে বিহারের জায়গায়। এই ‘বিভ্রাট’ নিয়ে স্বাভাবিকভাবেই সরব রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। শুধু তৃণমূল নয়, রাজ্য সরকারের তরফেও ক্ষোভ প্রকাশ করা হল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নীতি আয়োগের ভাইস চেয়ারপার্সনকে চিঠি লিখে অবিলম্বে ওই ভুল সংশোধন করার দাবি জানালেন। মমতার বক্তব্য, নীতি আয়োগের মতো সংস্থার এই ভুল, তাদের গ্রহণযোগ্যতা নিয়েই প্রশ্ন তুলে দিচ্ছে।
চিঠিতে মুখ্যমন্ত্রী বললেন, “দেশের প্রথম সারির নীতি নির্ধারক সংস্থার সরকারি নথিতে এই ভুল অনিচ্ছাকৃত বা ব্যবহারিক ভুল হতে পারে না। এটা আসলে পশ্চিমবঙ্গ রাজ্যের প্রতি অসম্মানের প্রতিফলন। নীতি আয়োগের নথিতে এই মহাবিভ্রান্তিকর তথ্য সংস্থার অধ্যাবসায় এবং রাজ্যগুলির প্রতি সম্মানের ঘাটতির প্রমাণ।” এরপর সোজা নীতি আয়োগের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে মুখ্যমন্ত্রী বলছেন, “এই ভুল নীতি আয়োগের কর্মপদ্ধতি নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দিল। যে সংস্থার উপর নাগরিক এবং নীতি নির্ধারকরা নীতি প্রণয়নের জন্য ভরসা করে, সেই সংস্থার মান নিয়ে বড়সড় প্রশ্ন উঠে গেল। নীতি আয়োগে প্রকাশিত রিপোর্টগুলির বিশ্বাসযোগ্যতাও এবার প্রশ্নের মুখে পড়ে গেল।”