বাতিল রেজিস্ট্রেশন, ডাক্তারের তকমা হারালেন সন্দীপ ঘোষ

প্রেসক্রিপশনও লিখতে পারবেন না। পশ্চিমবঙ্গ মেডিক্যাল কাউন্সিল বৃহস্পতিবার এই নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে।

September 19, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বৃহস্পতিবার বাতিল হয়ে গেল আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন। সুতরাং আর ডাক্তার থাকলেন না তিনি। প্রেসক্রিপশনও লিখতে পারবেন না। পশ্চিমবঙ্গ মেডিক্যাল কাউন্সিল বৃহস্পতিবার এই নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে।

আরজি কর হাসপাতালে দুর্নীতি এবং খুন ও ধর্ষণের ঘটনায় প্রমাণ লোপাটের অভিযোগে এখন সিবিআই হেফাজতে রয়েছেন সন্দীপ। ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন বা আইএমএ আগেই সন্দীপ ঘোষের সদস্যপদ বাতিল করেছিল। তাঁকে সাসপেন্ডও করেছে তাঁরা। এবার রেজিস্ট্রেশন বাতিল করল পশ্চিমবঙ্গ মেডিক্যাল কাউন্সিল। বুধবারই বৈঠকে বসেছিল তাঁরা। সূত্রের খবর, সেই বৈঠকেই এই সিদ্ধান্ত হয়। এদিন সেটাই সরকারিভাবে ঘোষণা করে দেওয়া হল বিজ্ঞপ্তি জারি করে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen