মাস্ক বানানোর কাজে ব্যস্ত কোচবিহারের পুলিশ দিদিরা

করোনা নিয়ে মানুষকে সচেতন করা ছাড়াও বাড়তি দায়িত্ব নিয়েছে কোচবিহার পুলিশ। আটজন মহিলা পুলিশ নিয়েছেন মাস্ক বানানোর দায়িত্ব। এই হাতে বানানো মাস্ক ব্যবহার করবে রাস্তায় কর্মরত পুলিশ এবং সিভিক ভলিন্টিয়াররা। তাছাড়াও মাস্ক দেওয়া হবে দুঃস্থদের।

April 15, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi

করোনা নিয়ে মানুষকে সচেতন করা ছাড়াও বাড়তি দায়িত্ব নিয়েছে কোচবিহার পুলিশ। আটজন মহিলা পুলিশ নিয়েছেন মাস্ক বানানোর দায়িত্ব। এই হাতে বানানো মাস্ক ব্যবহার করবে রাস্তায় কর্মরত পুলিশ এবং সিভিক ভলিন্টিয়াররা। তাছাড়াও মাস্ক দেওয়া হবে দুঃস্থদের।

মাস্ক বানানোর বাড়তি দায়িত্ব নিয়েছে কোচবিহার পুলিশ সংগৃহীত চিত্র

করোনা সতর্কতার বিধি ভাঙ্গলেও কড়া পদক্ষেপ নিতে দেখা গেছে কোচবিহার পুলিশকে। শুধু পথে নেমেই না ঘরে বসেও লড়াই চালাচ্ছেন পুলিশ। বর্তমানে মাস্কের দাম বেড়েছে অনেক। বাজারে মাস্ক বিক্রি হচ্ছে ৩০-১৫০ টাকায়। চড়া দামে মাস্ক কিনতে পকেটে টান পড়ছে অনেকেরই। তাদের মধ্যে রয়েছে পুলিশ কর্মীরাও। প্রাথমিক ভাবে সেই প্রয়োজন মেটাতেই মাস্ক তৈরী করা হচ্ছে। প্রথমে জেলার পুলিশ এবং সিভিক ভলিন্টিয়ারদের ১৫,০০০ মাস্ক তুলে দেওয়া হবে।

কোচবিহার পুলিশ লাইনে দুটি সেলাই মেশিনে আটজন মহিলা পুলিশ কর্মী পালা করে মাস্ক বানাচ্ছেন। জেলা পুলিশ সূত্রের খবর মাস্ক তৈরীর জন্যে প্রয়োজনীয় কাপড়, সুতো, সেলাই মেশিনের ব্যবস্থা করা হয়েছে। 

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen