OBC মামলায় রাজ্যের জারি করা বিজ্ঞপ্তির ওপর স্থগিতাদেশ হাইকোর্টের
ওবিসি তালিকার জন্য রাজ্যের তরফে যে সমীক্ষা করা হয়েছে, তা নিয়ে আপত্তি জানিয়ে মামলা করা হয়েছে কলকাতা হাইকোর্টে।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৭:৫৮: ওবিসি জট কাটল না। হাইকোর্টের ডিভিশন বেঞ্চ OBC নিয়ে রাজ্যের জারি করা বিজ্ঞপ্তির ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করেছে। ১৪০টি জনজাতিকে নিয়ে ওবিসি সংরক্ষণের নতুন তালিকা দিয়েছিল রাজ্য সরকার। তার উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিলেন বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজশেখর মান্থার ডিভিশন বেঞ্চ। এর ফলে ফের প্রশ্নের মুখে পড়ল কলেজে ভর্তির প্রক্রিয়া।
ওবিসি তালিকার জন্য রাজ্যের তরফে যে সমীক্ষা করা হয়েছে, তা নিয়ে আপত্তি জানিয়ে মামলা করা হয়েছে কলকাতা হাইকোর্টে। মামলাকারীদের অভিযোগ জনসংখ্যা সংক্রান্ত তথ্য ছাড়াই বিভিন্ন জনগোষ্ঠীকে ওবিসি হিসাবে চিহ্নিত করা হয়েছে। এ বিষয়ে রাজ্য এবং কেন্দ্রও নিজেদের বক্তব্য জানায় আদালতে। আপাতত আগামী ৩১ জুলাই পর্যন্ত রাজ্যের নতুন ওবিসি বিজ্ঞপ্তির উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ বহাল থাকবে।
উল্লেখ্য, ২০১০ সালের পরে তৈরি রাজ্যের সব ওবিসি শংসাপত্র বাতিল করে দেয় কলকাতা হাইকোর্ট। রায়ে বলা হয়, ২০১০ সালের আগে ৬৬টি সম্প্রদায়ের সার্টিফিকেট বৈধ। গত বছরের ২২ মে পর্যন্ত ওই নির্দেশ বহাল রেখে রায় দিয়েছিল আদালত। উচ্চ আদালতের ওই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য।