পঞ্চায়েত ভোটে প্রথমবার বুথ সামলাতে দেখা যাবে মহিলাদের
রাজ্যের একাধিক জেলায় এবার মহিলা পরিচালিত বুথ গড়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য নির্বাচন কমিশন।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: এবার পঞ্চায়েত ভোটে নতুন নজির তৈরি করতে চলেছে রাজ্য নির্বাচন কমিশন। পঞ্চায়েত ভোটে প্রথমবার বুথ সামলাতে দেখা যাবে মহিলাদের। রাজ্যের একাধিক জেলায় এবার মহিলা পরিচালিত বুথ গড়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য নির্বাচন কমিশন।
কমিশন সূত্রের খবর, রাজ্যে মোট ২.৫ শতাংশ বুথ, অর্থাৎ মোট ৬১ হাজার ৩৪০টি বুথের মধ্যে মহিলা পরিচালিত বুথের সংখ্যা থাকবে ১,৫৬৬টি। এর মধ্যে মুর্শিদাবাদে সবচেয়ে বেশি ৫৪০টি। এরপরে পূর্ব বর্ধমানে ২১৬টি, হুগলিতে ২১০টি, বীরভূমে ১৯০টি, নদীয়া ১৫৪টি, আলিপুরদুয়ারে ১২৬টি, মালদহে ১২৩ ও উত্তর দিনাজপুরে ৭টি মহিলা পরিচালিত বুথ থাকছে। যদিও জেলা প্রশাসনগুলিকে কমিশনের নির্দেশ দেওয়া হয়েছে, বুথে কর্মরত মহিলা কর্মীদের নিরাপত্তায় কোনওরকম আপস করা যাবে না। কোনও প্রত্যন্ত এলাকায় মহিলা বুথ থাকবে না। বুথে সবরকমের সুযোগ সুবিধা রাখতে হবে।
উল্লেখ্য, এর আগের নির্বাচনগুলিতে মহিলা কর্মীদের ভোটের ডিউটি দেওয়া হলেও ডিস্ট্রিবিউশন ও রিসিভিং সেন্টার পর্যন্ত তা ছিল সীমাবদ্ধ। কিন্তু রাজ্য নির্বাচন কমিশন এবারই তাঁদের বুথের দায়িত্ব দিচ্ছে।