রাজ্যজুড়ে ২৪ ঘণ্টা পেট্রোল পাম্প বনধের ডাক পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশনের
বনধের আওতার বাইরে থাকবে জরুরি পরিষেবা। তিন দফা দাবিতে রাজ্যজুড়ে বনধের ডাক দিয়েছে অ্যাসোসিয়েশন।
August 30, 2021
|
< 1 min read
Published by: Drishti Bhongi

কাল সকাল ৬ থেকে বুধবার সকাল ৬ অবধি অধিকাংশ পেট্রোল পাম্প বন্ধের সম্ভাবনা। প্রায় ২৪০০ পেট্রোল পাম্প বন্ধ থাকবে বলে দাবি অ্যাসোসিয়েশনের। বনধের আওতার বাইরে থাকবে জরুরি পরিষেবা। তিন দফা দাবিতে রাজ্যজুড়ে বনধের ডাক দিয়েছে অ্যাসোসিয়েশন।
সংগঠনের বক্তব্য, মূল্যবৃদ্ধির কারণে জ্বালানির বিক্রয় কমেছে। এতে লোকসানের মুখে পড়েছেন পাম্প মালিকরা। দ্বিতীয়ত, পেট্রোলে ১০ শতাংশ ইথানল নিয়ে তেল কোম্পানিগুলিকে মানুষের মধ্যে সচেতনতা গড়ে তুলতে হবে। কমিশন বৃদ্ধির দাবিও জানানো হয়েছে।