পশ্চিমবঙ্গ পুলিশে নতুন ৩টি ব্যাটেলিয়ন, নিয়োগ ৩০০০

বুধবার নবান্নে মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিক বৈঠকে একথা জানান মুখ্যমন্ত্রী।

November 12, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi

পশ্চিমবঙ্গ পুলিশে আরও ৩টি ব্যাটেলিয়ন তৈরির কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এর মধ্যে ২টি উত্তরবঙ্গে ও ১টি দক্ষিণবঙ্গে। বুধবার নবান্নে মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিক বৈঠকে একথা জানান মুখ্যমন্ত্রী।

এদিন মুখ্যমন্ত্রী জানান, পশ্চিমবঙ্গ পুলিশে (West Bengal Police) আরও ৩টি ব্যাটেলিয়ন গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ব্যাটেলিয়নগুলি হবে কোচবিহার, দার্জিলিং ও জঙ্গলমহলে। আগামী ১ জানুয়ারি থেকে কাজ শুরু করবে ব্যাটেলিয়নগুলি।

ব্যাটেলিয়নগুলির নামও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন, কোচবিহারে নারায়ণী ব্যাটেলিয়ন, পাহাড়ে গোর্খা ব্যাটেলিয়ন ও জঙ্গলমহলে জঙ্গলমহল ব্যাটেলিয়ন তৈরি হবে।

মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় (Alapan Bandyopadhyay) জানিয়েছেন, আপাতত ৩ ব্যাটেলিয়নে ১,০০০ করে মোট ৩,০০০ কর্মী ও আধিকারিক নিয়োগ হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen