দুর্গাপুজো ও আরজি কর কাণ্ডকে মিলিয়ে সোশ্যাল মিডিয়ায় মিথ্যার ছড়াছড়ি! কড়া ব্যবস্থা নিতে চলেছে পুলিশ-প্রশাসন
দুর্গাপুজো ও আরজি কর কাণ্ডকে মিলিয়ে নানা ধরনের পোস্ট সোশ্যাল মিডিয়ায় ঘুরছে।
August 29, 2024
|
< 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: দুর্গাপুজো ও আরজি কর কাণ্ডকে মিলিয়ে নানা ধরনের পোস্ট সোশ্যাল মিডিয়ায় ঘুরছে। এরকমই একটি পোস্টে লেখা হয়েছে, ‘থানা থেকে পুজো কমিটিগুলিকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, পুজোয় কোনওভাবেই আরজি কর ঘটনা সংক্রান্ত কোনও বিষয় ব্যবহার করা যাবে না। থিম থেকে শুরু করে আরজি কর সংক্রান্ত কোনও ব্যানার-পোষ্টার-হোর্ডিং মোটেই লাগানো যাবে না।’
রাজ্য পুলিশের তরফে তাদের নিজস্ব এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে জানিয়ে দেওয়া হয়েছে, এই ধরনের কোনও কিছু তাদের তরফে জানানো হয়নি। এই পোস্টগুলি ভুয়া। পাশাপাশি তারা সতর্ক করে দিয়েছে এই ধরনের ভিত্তিহীন খবর যে বা যারা ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে।