তাপপ্রবাহ নিয়ে ভুয়ো খবর, সতর্ক করল রাজ্য পুলিশ

সমাজ মাধ্যমে ভাইরাল হওয়া তাপপ্রবাহ সম্পর্কিত মেসেজটি সম্পূর্ণ ভুয়ো।

April 27, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi
তাপপ্রবাহ নিয়ে ভুয়ো খবর, সতর্ক করল রাজ্য পুলিশ

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: দিন দিন ভুয়ো খবরের রমরমা বাড়ছে। এবার তাপপ্রবাহকে কেন্দ্র করেও ভুয়ো খবর ছড়িয়ে পড়ল সমাজ মাধ্যমে। পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের তরফে জানানো হয়েছে, সমাজ মাধ্যমে ভাইরাল হওয়া তাপপ্রবাহ সম্পর্কিত মেসেজটি সম্পূর্ণ ভুয়ো।

ওই ভুয়ো ভাইরাল মেসেজে দাবি করা হয়েছে, ৩০ এপ্রিল বিকেল তিনটের পর থেকে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় তাপমাত্রা ৪৭.৫ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করতে পারে। এটি মানুষের শরীরের সিস্টেমের উপর থার্মাল শক ফেজ তৈরি করতে পারে। যা একটি হিট স্ট্রোক ট্রিগার ইভেন্ট তৈরি করবে। ওই দিন দুটো থেকে পাঁচটা অবধি মানুষকে ঘর থেকে বেরোতে নিষেধ করা হয়েছে ভুয়ো মেসেজে। পশ্চিমবঙ্গ দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তরের নাম উল্লেখ করা মেসেজ ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সর্বত্র।

পশ্চিমবঙ্গ বিপর্যয় মোকাবিলা দপ্তরের তথ্য উল্লেখ করে রাজ্য পুলিশ জানাচ্ছে, ভাইরাল হওয়া মেসেজটি সম্পূর্ণ ভুয়ো। কিছু অসৎ মানুষ উদ্দেশ্যপ্রণোদিতভাবে ওই মেসেজ ছড়িয়ে দিয়েছে। অর্থাৎ ৩০ এপ্রিল বাইরের বেরোনোর ক্ষেত্রে এখনও আবহাওয়া দপ্তর কোনও নিষেধাজ্ঞা জানায়নি।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen