কলকাতা পুলিশের ধাঁচেই এবার বিশেষ পাস চালু করছে রাজ্য পুলিসও
শুধু মাত্র আপত্কালীন পরিস্থিতিতে যাতায়াতের জন্য এই পাস দেওয়া হবে।
May 18, 2021
|
< 1 min read
Published by: Drishti Bhongi

চলতি কড়া করোনা বিধির মধ্যে যাতায়াতের জন্য কলকাতা পুলিসের মতো বিশেষ পাস চালু করছে রাজ্য পুলিস। শুধু মাত্র আপত্কালীন পরিস্থিতিতে যাতায়াতের জন্য এই পাস দেওয়া হবে।
সোমবার নবান্নে রাজ্য পুলিসের এডিজি (আইন-শৃঙ্খলা) জাভেদ শামিম এই সংক্রান্ত একটি রূপরেখা তৈরি করেন।
ইমেল, হোয়াটসঅ্যাপ বা মেসেজের পাশাপাশি অফলাইনে রাজ্য পুলিসের প্রতিটি থানাতে এই পাসের জন্য আবেদন করা যাবে। আবেদনপত্রে অবশ্যই যাত্রার কারণ সহ বিস্তারিত তথ্য উল্লেখ করতে হবে।