পুজোর পরই প্রাথমিক শিক্ষক নিয়োগের ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হবে

September 27, 2025 | < 1 min read

Authored By:

Proteem Basak Proteem Basak
Published by: Proteem Basak

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ০৯:৩০: বৃহস্পতিবারই প্রাথমিক শিক্ষা পর্ষদ ১৩ হাজার ৪২১টি শূন্যপদের নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে। সমস্ত প্রাথমিক টেট উত্তীর্ণরা এই নিয়োগের আবেদন করতে পারবেন বলে পর্ষদের তরফে জানানো হয়। কর্মরত প্রাথমিক শিক্ষকদের ক্ষেত্রে টেট বাধ্যতামূলক বলে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।

পুজোর পরই প্রাথমিক শিক্ষক নিয়োগের ইন্টারভিউ প্রক্রিয়া শুরু করতে চলেছে রাজ্য সরকার। শুক্রবার এই সুখবর জানিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, “রাজ্যের যুবক-যুবতীদের কাছে পুজোর আগে মুখ্যমন্ত্রীর উপহার ১৩,৪২১ চাকরি। দ্রুত নিয়োগের ইন্টারভিউ প্রক্রিয়া শুরু করা হবে।”

বিদ্যাসাগর আকাদেমিতে সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে শিক্ষামন্ত্রী বলেন, “এটা নিয়ে আমরা ভাবনাচিন্তা করছি। আমাদের সংগঠনগতভাবে কী করা যায় দেখছি। তার আগে নিয়ম-কানুন ও বিধি খতিয়ে দেখতে হবে।” এদিন চার গবেষক আশিস নন্দী, ভক্তি দে, অমিয়প্রসাদ সেন ও সংযুক্তা বন্দ্যোপাধ্যায়কে ‘বিদ্যাসাগর-দিনময়ী’ পুরস্কার দেওয়া হয় বিদ্যাসাগর আকাদেমির তরফ থেকে।

TwitterFacebookWhatsAppEmailShare

ফলো করুন :

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen