করোনাকালেও থামেনি বাংলা, ইনোভেশন ইনডেক্সে ডবল ইঞ্জিন রাজ্যগুলোর থেকে এগিয়ে রাজ্য

সমীক্ষা থেকে জানা গিয়েছে, রাজ্যে স্টার্ট আপের সংখ্যা দ্বিগুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে।

July 22, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

বাংলার মুকুটে নয়া পালক। করোনাকালীন পরিস্থিতির মধ্যেই হাজারও প্রতিবন্ধকতা পেরিয়ে এগিয়ে গিয়েছে বাংলা। মোদী সরকারের পক্ষ থেকেই এল স্বীকৃতি। ২১ জুলাই নীতি আয়োগের পক্ষ থেকে বার্ষিক ইন্ডিয়া ইনোভেশন ইনডেক্স ২০২১ প্রকাশ করা হয়েছে। সেই সমীক্ষায় বিজেপি শাসিত ডবল ইঞ্জিন রাজ্য গুজরাত, বিহার, ওডিশা, মধ্যপ্রদেশকে পিছনে ফেলের দেশের ১৭ টি মেজর স্টেটের মধ্যে একাদশে উঠে এসেছে বাংলা।

পারেফর্মার গোত্রে দেশের মেজর স্টেটগুলির মধ্যে ৬ নম্বর স্থান দখল করেছে বাংলা। মূলত সাতটি বিষয়ের উপর ভিত্তি করে নীতি আয়োগ সমীক্ষা চালিয়েছে। বিগত বছরের তুলনায় বাংলা ১৩.৪৪ শতাংশ স্কোর বাড়িয়েছে।

সমীক্ষা থেকে জানা গিয়েছে, রাজ্যে স্টার্ট আপের সংখ্যা দ্বিগুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে। ৩,৩০০ থেকে বেড়ে বর্তমানে প্রায় ৭,৯০০-এর বেশি স্টার্ট আপ রয়েছে বাংলায়। নতুন ও তরুণ উদ্যোগপতিরা এখন রাজ্যে নয়া স্টার্ট-আপ স্থাপন করতে উৎসাহী। একাধিক উদ্যোগপতির নজরে এখন বাংলা, রাজ্যে লগ্নি করতে আগ্রহী তারা। বাংলাই এখন বিনিয়োগের সেরা ঠিকানা, নীতি আয়োগের বিজনেস এনভায়রনমেন্ট বিভাগে বাংলা সবচেয়ে বেশি প্রায় ৩৪.৩৫ স্কোর করেছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen