বিদেশি পর্যটক টানতে রাজ্যগুলির মধ্যে দ্বিতীয় স্থানে পশ্চিমবঙ্গ, বলছে কেন্দ্রের রিপোর্ট

November 26, 2025 | < 1 min read

Authored By:

Saikat Saikat

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৫:৪৭: পশ্চিমবঙ্গ পর্যটনের মানচিত্রে নতুন সাফল্যের মাইলফলক। বিদেশি পর্যটক আকর্ষণে এবার দেশের মধ্যে দ্বিতীয় স্থানে উঠে এসেছে বাংলা — কেন্দ্রীয় পর্যটন মন্ত্রকের সদ্য প্রকাশিত India Tourism Data Compendium 2025-এ উঠে এসেছে সেই তথ্য। বুধবার এই সাফল্যের কথা নিজের সমাজমাধ্যমে জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, “এটা বাংলার গর্ব”।

রিপোর্ট অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবর্ষে বিদেশি পর্যটক আগমনে সবার উপরে রয়েছে মহারাষ্ট্র—সেখানে গিয়েছে প্রায় ৩৭ লক্ষ পর্যটক। তার পরেই পশ্চিমবঙ্গ, যেখানে পাহাড় থেকে সমুদ্র—বৈচিত্র্যময় সৌন্দর্য উপভোগ করতে এসেছেন প্রায় *৩১ লক্ষ* বিদেশি। সংখ্যাটাএই শুধু নয়, বৃদ্ধির হারও উল্লেখযোগ্য—যা বাংলা পর্যটনের দ্রুত বিকাশের ইঙ্গিত দিচ্ছে।

বিশেষজ্ঞদের মতে, কোভিড-পরবর্তী সময় পর্যটনে এই বৃদ্ধি একটি বড় ইতিবাচক বার্তা। ২০২০ থেকে ২০২২—করোনার ধাক্কায় বিশ্ব অর্থনীতি এবং পর্যটন দুই-ই মুখ থুবড়ে পড়েছিল। সেই ধাক্কা সামলাতে এখনও লড়ছে বহু দেশ। অথচ ভারতে এবং বাংলায় বিদেশি পর্যটকের আগমন সেই সংকট কাটানোর বড় প্রমাণ।

রাজ্য সরকারের দাবি, গত কয়েক বছরে পর্যটন পরিকাঠামো উন্নয়ন, প্রচার এবং নতুন গন্তব্য তৈরি—এই ত্রিধারাই পরিবর্তনের মূল চাবিকাঠি। লামাহাটা, তাজপুর, সুন্দরবন, শান্তিনিকেতনের মতো বহু জায়গা এখন আন্তর্জাতিক পর্যটকদের কাছে দারুণ জনপ্রিয়।

বাংলা শুধু ইতিহাস, সংস্কৃতি আর ঐতিহ্যের ঠিকানা নয়—এখন তা বিশ্ব পর্যটনের নতুন আকর্ষণ। সামনে আরও বড় সাফল্যের পথে হাঁটার আশা রাজ্য সরকারের।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen