গত ২৪ ঘণ্টায় কমল করোনা সংক্রমিতের সংখ্যা, পজিটিভিটি রেট ১.৭৯ শতাংশ

করোনা সংক্রমণ কাদের হয়েছে, তা একমাত্র পরীক্ষার মাধ্যমেই জানা সম্ভব।

October 1, 2021 | < 1 min read

Authored By:

Drishti Bhongi Drishti Bhongi

উৎসবের মুখে সামান্য স্বস্তি। রাজ্যে ফের সামান্য কমল করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় কিছুটা হলেও কমল সংক্রমিতের সংখ্যা। পজিটিভিটি রেট ১.৭৯ শতাংশ।

করোনা সংক্রমণ কাদের হয়েছে, তা একমাত্র পরীক্ষার মাধ্যমেই জানা সম্ভব। তাই উপসর্গ দেখামাত্রই পরীক্ষা করানোর কথাই বলেন বিশেষজ্ঞরা। গত ২৪ ঘণ্টায় ৩৯ হাজার ৬৬১ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এখনও পর্যন্ত রাজ্যে ১ কোটি ৮১ লক্ষ ৮৫ হাজার ৩২২টি নমুনা পরীক্ষা হয়েছে। করোনা ভাইরাসকে হারাতে টিকাকরণই ব্রহ্মাস্ত্র। মোট ৪ লক্ষ ৯৭ হাজার ৬৯৬ জন। তার মধ্যে ৩ লক্ষ ৫৭ হাজার ৩১৮ জন। দ্বিতীয় ডোজ নিয়েছেন ১ লক্ষ ৪০ হাজার ৩৭৮ জনের।

করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কা কিছুটা হলেও সামাল দেওয়া কিছুটা সম্ভব হয়েছে। এবার আশঙ্কা তৃতীয় ঢেউয়ের। এদিকে, এগিয়ে আসছে উৎসবের মরশুম। তার আগে সামান্য অসাবধানতার ফলে বড়সড় বিপদ হতে পারে বলেই আশঙ্কা বিশেষজ্ঞদের। এই পরিস্থিতিতে করোনার কথা ভুলে উৎসবের আনন্দে গা ভাসানো উচিত হবে না বলেই মত তাঁদের। তাই মাস্ক এবং স্যানিটাইজার ব্যবহারে আরও জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। অবশ্যই মেনে চলতে হবে শারীরিক দূরত্ববিধিও। 

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen