প্রত্যন্ত এলাকার স্কুলে অনলাইন ক্লাস, খুদে পড়ুয়াদের জন্য অভিনব উদ্যোগ রাজ্যের

স্টুডিও তৈরি করে প্রত্যন্ত অঞ্চলের স্কুলে স্কুলে অনলাইন পদ্ধতিতে শিক্ষা দানের ব্যবস্থা করছে প্রাথমিক শিক্ষা পর্ষদ

March 26, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi
ছবি সৌজন্যে istockphoto

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: প্রাথমিক পড়ুয়াদের জন্য অভিনব উদ্যোগ নিতে চলেছে রাজ্য। প্রত্যন্ত এলাকার প্রাইমারি স্কুলে ‘কোয়ালিটি এডুকেশন’ পৌঁছে দিতেই এমন উদ্যোগ নেওয়া হচ্ছে। স্টুডিও তৈরি করে প্রত্যন্ত অঞ্চলের স্কুলে স্কুলে অনলাইন পদ্ধতিতে শিক্ষা দানের ব্যবস্থা করছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। ইতিমধ্যেই পুরোদমে প্রস্তুতিও শুরু করে দিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ।

পর্ষদের সদর দপ্তর আচার্য প্রফুল্লচন্দ্র ভবনের চতুর্থ তলেই তৈরি হতে চলেছে স্টুডিও। স্টুডিওতে বসেই ক্লাস নেবেন শিক্ষাবিদরা। স্মার্ট বোর্ড বা প্রোজেক্টরের মাধ্যমে তা সম্প্রচারিত হবে স্কুলে স্কুলে। এদেশে বহু প্রান্তিক এলাকার স্কুলে প্রচুর ছাত্র থাকলেও শিক্ষক সংখ্যা অপ্রতুল। সেই সমস্যা সমাধানে এগিয়ে এল বাংলা। প্রযুক্তির মাধ্যমে ঘুচবে দূরত্ব। শিক্ষা পৌঁছে যাবে সর্বত্র।

কেবল স্কুল শিক্ষকরাই নন, কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও এই বিশেষ ক্লাস নিতে পারেন। সহজ উপায়ে তাড়াতাড়ি অঙ্ক কষা, বাংলা ও ইংরেজি ভাষাকে ভালবেসে পড়া ইত্যাদি বিভিন্ন বিষয়ে পড়ুয়াদের দিকনির্দেশ দেওয়া হবে এই ক্লাসগুলোর মাধ্যমে। মোদী সরকার ও নানান বেসরকারি সংস্থার সমীক্ষায়, শিশুশিক্ষা ক্ষেত্রে শীর্ষে রয়েছে বাংলা। বুনিয়াদি শিক্ষার দেশ সেরা বাংলা, ইউনেস্কোও বাংলার শিক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত হওয়ার ইচ্ছে প্রকাশ করেছে। তবে শিশুদের ক্ষেত্রে নানা বিধ সমস্যা, খামতি থেকেই যায়, সে’সব সমস্যা দূর করতেই এমন উদ্যোগ নেওয়া হচ্ছে। খুদে পড়ুয়াদের কথা মাথায় রেখেই বিশেষ ক্লাসগুলোর বিষয় ঠিক করা হচ্ছে। শিক্ষকদের প্রযুক্তিতে সড়গড় করতে কর্মশালাও শুরু হচ্ছে। যদিও এখন সবটাই প্রাথমিক স্তরে, তবে শীঘ্রই এই উদ্যোগ বাস্তবায়িত হবে বলে আশা করা হচ্ছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen