মে মাসের শেষেই ফল প্রকাশ হতে পারে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পরীক্ষার

ওয়াকিবহাল মহল মনে করছে, এই সংখ্যা বাড়া সত্ত্বেও সংসদ যদি আগেভাবে ফল প্রকাশ করে দেয়, তাহলে সেটা তাদের কৃতিত্বের ব্যাপার

April 26, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi
রাজ্যের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল, ফাইল চিত্র

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আগামী মে মাসের শেষ সপ্তাহেই প্রকাশিত হতে পারে রাজ্যের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রে এই তথ্য জানা গিয়েছে মঙ্গলবার। প্রসঙ্গত, উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষে এক সাংবাদিক বৈঠকের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে জানানো হয়েছিল যে জুনের প্রথম দিকে বা আরও আগে এই পরীক্ষার ফল প্রকাশিত হতে পারে। এখন জানা যাচ্ছে, জুন নয়, তার আগে, মে মাসের শেষেই হতে পারে ফল প্রকাশ।

এবার রাজ্যের উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল প্রায় দেড় লক্ষ বাড়তি পরীক্ষার্থী। ওয়াকিবহাল মহল মনে করছে, এই সংখ্যা বাড়া সত্ত্বেও সংসদ যদি আগেভাবে ফল প্রকাশ করে দেয়, তাহলে সেটা তাদের কৃতিত্বের ব্যাপার।

তবে মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য সময়, যা কিনা মে মাসের তৃতীয় সপ্তাহে হবে বলে ঘোষিত ছিল, অপরিবর্তিতই থাকছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen