বুধবার বিকেল পেশ করা হবে রাজ্য বাজেট

১৩ ও ১৭ ফেব্রুয়ারি রাজ্যপালের ভাষণের উপর আলোচনা হবে বিধানসভার অধিবেশনে।

February 8, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi
বুধবার বিকেল পেশ করা হবে রাজ্য বাজেট। ফাইল ছবি। সৌজন্যে: indianexpress

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: রাজ্যপাল সি ভি আনন্দ বোসের ভাষণ দিয়ে বাজেট অধিবেশনের সূচনা হবে সোমবার। ১২ ফেব্রুয়ারি, বুধবার বিকেল ৪টায় পেশ করা হবে বাজেট।

গত বছর রাজ্যপালের ভাষণ ছাড়াই বাজেট অধিবেশন শুরু হয়েছিল। এবার রাজ্যপাল তাঁর ভাষণে সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডের কোন কোন বিষয়গুলি তুলে ধরেন, সেদিকে নজর রয়েছে রাজনৈতিক মহলের। মঙ্গলবার প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের প্রয়াণে শোকপ্রস্তাব পাঠ হবে। ১৩ ও ১৭ ফেব্রুয়ারি রাজ্যপালের ভাষণের উপর আলোচনা হবে বিধানসভার অধিবেশনে। ১৮ ও ১৯ তারিখ রাজ্য বাজেট নিয়ে আলোচনা হবে। এই পর্যায়ে বিধানসভার অধিবেশন ২০-২১ তারিখ পর্যন্ত চলার কথা। পরবর্তী পর্যায়ে বিধানসভার দপ্তরওয়াড়ি বাজেট অধিবেশন শুরু হওয়ার কথা রয়েছে ১০ মার্চ।

শুক্রবার বিধানসভায় সর্বদল ও কার্য উপদেষ্টা কমিটির বৈঠক হয়। সেখানেই বিধানসভার অধিবেশন সংক্রান্ত বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে আইএসএফ বিধায়ক নৌশাদ সিদ্দিকি হাজির থাকলেও বিজেপির কোনও বিধায়ক আসেননি। তা নিয়ে অসন্তোষ প্রকাশ করে বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, ‘বিজেপি পরিষদীয় দলকে বারবার ডাকা হলেও তারা বৈঠকে হাজির হয় না। এটা সৌজন্যমূলক আচরণ নয়।’

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen