আড়াই মাস পরও মুখ্য নির্বাচনী আধিকারিক পেল না বাংলা! BJP-র চক্রান্ত দেখছে তৃণমূল

আড়াই মাস কেটে গিয়েছে। নির্বাচন কমিশন আজও সিইও পদে কাউকে নিযুক্ত করেনি।

March 18, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন। ‘‌ভূতুড়ে ভোটার’‌ নিয়ে সুর চড়িয়েছে তৃণমূল। জাতীয় নির্বাচন কমিশন রাজ্য শাসক দলের অভিযোগ কার্যত মেনে নিয়েছে। এই আবহে ২০২৪ সালের ৩১ ডিসেম্বর রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (‌সিইও)‌ পদ থেকে অবসর নিয়েছেন আরিজ আফতাব। আড়াই মাস কেটে গিয়েছে। নির্বাচন কমিশন আজও সিইও পদে কাউকে নিযুক্ত করেনি। যা নিয়ে তৃণমূলের রাজ্য সহসভাপতি জয়প্রকাশ মজুমদার বিজেপি ও নির্বাচন কমিশনকে একযোগে আক্রমণ শানিয়েছেন।

কমিশন সিইও (CEO)পদে কাউকে নিয়োগ করেনি, যার নেপথ্যে বিজেপির চক্রান্ত দেখছে তৃণমূল। নিয়ম অনুযায়ী, সিইও পদের জন্য রাজ্যকে এক বা একাধিক নামের প্যানেল পাঠাতে হয়। সেই তালিকা থেকে একজনকে সিইও হিসাবে বেছে নেয় নির্বাচন কমিশন। সূত্রের খবর, নবান্ন দু’বার সিইওর তালিকাও পাঠিয়েছিল। কমিশনের তরফে দু’বারই নামের তালিকা বাতিল করা হয়েছে। তৃণমূলের অভিযোগ, বঙ্গ বিজেপির নির্দেশেই হয়তো রাজ্যের পাঠানো নামের তালিকায় সম্মতি দেয়নি নির্বাচন কমিশন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen