কলকাতায় ক্রমাগত পারদপতন, রাজ্য জুড়ে শীতের শিরশিরানি
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আরও কিছুদিন তাপমাত্রা নিচেই থাকবে ।
January 6, 2023
|
< 1 min read
Published by: Drishti Bhongi

ঠান্ডায় জেগে উঠেছে মহানগর কলকাতা। বৃহস্পতিবার তাপমাত্রা ছিল ১২.৭ ডিগ্রি, আজ শুক্রবার তাপমাত্রা নামল ১০.৯ ডিগ্রিতে। রাজ্য জুড়ে শীতের শিরশিরানি অব্যাহত, সঙ্গে ভোরের দিকে ঘন কুয়াশা।
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আরও কিছুদিন তাপমাত্রা নিচেই থাকবে । কলকাতা সহ পশ্চিমবঙ্গে আগামী কয়েকদিন কনকনে ঠাণ্ডা থাকবে।
রেকর্ড তাপমাত্রার পতন দেখা গেছে পশ্চিমের জেলায়। বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া এবং বীরভূম জেলাগুলি কাবু ঠান্ডায়। বর্ধমানে পারদ ৮.৬ এর নিচে থাকার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর।
দার্জিলিং ও কালিম্পং জেলায় তাপমাত্রা ৪ ও ৭ ডিগ্রি থাকার পূর্বাভাস। গোটা উত্তরবঙ্গে জাঁকিয়ে পড়ছে শীত।