Weather Update: অবশেষে জাঁকিয়ে শীতের ব্যাটিং রাজ্যে
December 2, 2025
|
< 1 min read
Published by: Ritam

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ০৮:০০: আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলার আবহাওয়া শুষ্ক থাকবে। কিছু জায়গায় ভোরবেলায় মাঝারি কুয়াশা থাকতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। শীতের আমেজ ভালই বোঝা যাবে।
আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, মালদা সহ অন্যান্য জেলাগুলি কুয়াশার চাদরে ঢাকবে। ভোরবেলা দৃশ্যমানতায় সামান্য সমস্যা হবে। বেলা বাড়লে কাটবে কুয়াশা। জাঁকিয়ে শীত পড়তে আর মাত্র কয়েকটা দিন অপেক্ষা করতে হবে।
আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আজ রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা ২৭ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রি থাকবে।ভোরে বেশ কিছু জেলায় থাকবে কুয়াশার দাপট। সেই জেলাগুলি হল – ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান ও বীরভূম।