গরমে স্বস্তি! বঙ্গের বেশকিছু জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা

আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, কলকাতা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি এবং পূর্ব মেদিনীপুরে আজ বিকেলের দিকে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে।

May 10, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: গ্রীষ্মের দাবদাহে যখন গোটা রাজ্য হাঁসফাঁস করছিল, ঠিক তখনই কিছুটা স্বস্তির বার্তা নিয়ে হাজির হয়েছে ঘূর্ণাবর্ত ও দক্ষিণ-পূর্ব বায়ু। শনিবার পশ্চিমবঙ্গের একাধিক জেলায় আগামী কয়েক দিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, কলকাতা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি এবং পূর্ব মেদিনীপুরে আজ বিকেলের দিকে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে।

শনিবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে প্রায় ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে প্রায় ২৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতার পরিমাণ ৭০% থেকে ৯২% থাকবে।

উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং কালিম্পং জেলাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen