কেমন থাকবে আজকের আবহাওয়া? রইল UPDATE
নবমী ও দশমীর দিন হালকা বৃষ্টি হতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। আগামীকাল বাঁকুড়া, পুরুলিয়া , পশ্চিম বর্ধমানে হালকা বৃষ্টি হতে পারে৷

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: পুজোয় আপাতত ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই রাজ্যের অধিকাংশ জায়গায়। তৃতীয়া থেকে ষষ্ঠী পর্যন্ত শুষ্ক থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া। যদিও নবমী ও দশমীর দিন হালকা বৃষ্টি হতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। আগামীকাল বাঁকুড়া, পুরুলিয়া , পশ্চিম বর্ধমানে হালকা বৃষ্টি হতে পারে৷
আবহাওয়া দপ্তর জানিয়েছে, বুধবার দক্ষিণবঙ্গের কিছু জেলায় আকাশ আংশিক মেঘলা থাকবে। এদিন জেলার তাপমাত্রা ৩০ ডিগ্রির উপরেই থাকবে। থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তিও। সকালে বা বিকেলে বৃষ্টির সম্ভাবনা নেই।
মৌসম ভবন সূত্রে খবর, ২০ অক্টোবর দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন আন্দামান সাগরে ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা। যার জেরে নবমী এবং দশমীতে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় হালকা বৃষ্টি হতে পারে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।