Sasthi Weather Update 2025: কেমন থাকবে ষষ্ঠীতে বাংলার আবহাওয়া?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ৮.৪০: বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপ ওড়িশা ও অন্ধ্র উপকূল দিয়ে আজ ছত্তীশগঢ়ের দিকে এগিয়ে চলছে তার আগে বেশি প্রভাব পড়ার কথা ছিল বাংলায় কিন্তু বর্তমানে তার খানিকটা প্রভাবই পড়বে বাংলায়। এই নিম্নচাপের কারণে আগামী দু’দিন দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
আগামী দুইদিন ভারী বৃষ্টি না হলেও অষ্টমীতে বৃষ্টি বাড়তে পারে জানাচ্ছেন আবহাওয়াবিদরা।
কেমন থাকবে ষষ্ঠী এবং সপ্তমীর আবহাওয়া?
রবিবার ষষ্ঠীতে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সোমবার সপ্তমী ও মঙ্গলবার অষ্টমীতে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকতে পারে। প্রতিটি জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
কেমন থাকবে অষ্টমী ও নবমীর আবহাওয়া?
আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে অষ্টমীতে বঙ্গোপসাগরে আরও একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। যার কারণে নবমী রাত থেকে বৃষ্টিপাত বাড়ার আশঙ্কা রয়েছে। অষ্টমীর দিন যে নিম্নচাপটি তৈরি হতে চলেছে তার প্রভাবেই দশমীতে ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। সেদিন কলকাতা-সহ ১১ জেলায় ভারী বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের জেলাগুলিকে ভারী বৃষ্টি নিয়ে সতর্ক করছে আবহাওয়া দফতর।