ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ! WTC-এ কোথায় দাঁড়িয়ে গিলরা?
October 14, 2025
|
< 1 min read
Published by: Ritam

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৪:৪৯: ঘরের মাঠে দুই ম্যাচের সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে চুনকাম করল গিলের ভারত।
দিল্লি টেস্টের পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (World Test Championship) পয়েন্ট টেবিলে কোথায় দাঁড়াল ভারত? ভারতের মোট পয়েন্ট হল ৫২। পয়েন্ট সংগ্রহের শতাংশ (PCT) বেড়ে হল ৬১.৯০। যদিও তালিকায় এগোয়নি ভারত, এমনকি নামেওনি। এখনও তিনেই দাঁড়িয়ে গিলরা।
WTC-র তালিকায় শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া। তিন ম্যাচে তিন জয়ের পর অজিদের PCT ১০০। দ্বিতীয় স্থানে শ্রীলঙ্কা। জোড়া ম্যাচে একটি জয়, একটি হারের পর তাদের PCT ৬৬.৬৭। তৃতীয় স্থানে ভারত। ৪৩.৩৩ PCT সহ চতুর্থ স্থানে ইংল্যান্ড। তারপর বাংলাদেশ, PCT ১৬.৬৭। একেবারে শেষে ওয়েস্ট ইন্ডিজ! সদ্য শেষ হওয়া সিরিজ জয়ের পরও ভারতের অবস্থান তিনেই থাকল।