দিলীপের ‘৪টে বউ, ৮টা গার্লফ্রেন্ড’ মন্তব্যের পাল্টা কী বললেন সৌমিত্র খাঁ?
ঝাঁঝলো ব্যাটিং করছেন। উল্টো দিকের বাক্যবাণের পরোয়া করছেন না। সুকান্ত, শুভেন্দু থেকে সৌমিত্র এমনকি তথাগত রায় অবধি রেহাই পাচ্ছেন না!

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে বসে রাজ্য রাজনীতিতে শোরগোল ফেলে দিয়েছেন দিলীপ ঘোষ। কার্যত দিশেহারা অবস্থা পদ্ম শিবিরের। দিলীপকে আক্রমণ করছেন দলের ছোট, বড়, কুঁচো, তৎকাল নেতারা। তোপের মুখে পড়ে দিলীপ আছেন দিলীপেই। ঝাঁঝলো ব্যাটিং করছেন। উল্টো দিকের বাক্যবাণের পরোয়া করছেন না। সুকান্ত, শুভেন্দু থেকে সৌমিত্র এমনকি তথাগত রায় অবধি রেহাই পাচ্ছেন না!
বুধবার বিকালে ফেসবুক পোস্টে দিলীপকে আক্রমণ করেন বিষ্ণুপুরের সাংসদ দলবদলু সৌমিত্র। লেখেন, ‘‘একজন ত্যাগী থেকে কীভাবে ভোগী হতে হয় তার আদর্শ নিদর্শন আপনি। দিলীপ বাবু বাবুল সুপ্রিয় থেকে মুকুল রায়, এদের তাড়িয়ে আজ নিজেই তাঁদের পথ অনুসরণ করছেন। কতটা নির্লজ্জ হলে এমন আদর্শবান পুরুষ হওয়া যায় তা চিন্তার বিষয়!’’ পাল্টা দেন দিলীপও। কারও নাম না করেই বলেন, “চরিত্র নিয়ে কারা কথা বলছে, যাদের দিনের জীবন এক, রাতের জীবন এক। যাঁদের ৪টে বউ, ৮টা গার্লফ্রেন্ড, তাঁরা চরিত্র নিয়ে কথা বলছে।” নাম না করেও যে তিনি সৌমিত্রকে ইঙ্গিত করেন তা আর বলার অপেক্ষা রাখে না।
ফের গর্জে উঠলেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। দিলীপকে আবারও বেনজির আক্রমণ করে বসলেন সৌমিত্র। বললেন, ভারতীয় জনতা পার্টিতে যোগদান করার আগে আমি মদ্যপান করতাম। আরও বললেন, “আপনি বলছেন আমার চারটে বিয়ে ইত্যাদি ইত্যাদি, সৌমিত্র খাঁ কলার উঁচু করে বলে- তুমি ভারতীয় জনতা পার্টিতে থাকো, অন্য দলে গেলে আমি তোমায় পরিত্যাগ করছি। যাকে বিয়ে করেছি পারমিতা তিনি ভারতীয় জনতা পার্টির এক কর্মীর স্ত্রী ছিলেন। সেই কর্মীর মৃত্যুর পর আমি তাঁকে বিয়ে করেছি। আমি ভাল কাজ করেছি। আমি খুব ভাল কাজ করেছি।”