জামিন অযোগ্য ধারায় গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে কী বললেন সোনু সুদ?

গরিবের ‘মসিহা’ বলা হয় তাঁকে। সেই সোনু সুদের বিরুদ্ধেই প্রতারণার অভিযোগে জামিন অযোগ্য ধারায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে লুধিয়ানার একটি আদালত। লুধিয়ানার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রমনপ্রীত কৌর এই পরোয়ানা জারি করেছেন। এবার এবিষয়েই মুখ খুললেন অভিনেতা সোনু সুদ।

February 8, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi
সোনু সুদ

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: গরিবের ‘মসিহা’ বলা হয় তাঁকে। সেই সোনু সুদের বিরুদ্ধেই প্রতারণার অভিযোগে জামিন অযোগ্য ধারায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে লুধিয়ানার একটি আদালত। লুধিয়ানার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রমনপ্রীত কৌর এই পরোয়ানা জারি করেছেন। এবার এবিষয়েই মুখ খুললেন অভিনেতা সোনু সুদ।

তিনি জানান, সমাজমাধ্যমে যেভাবে খবরটি প্রকাশ করা হচ্ছে, তা অত্যন্ত চাঞ্চল্যকর। নিজের এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, ‘একটি মামলার সাক্ষী হিসেবে আমাকে তলব করা হয়েছিল। তবে এই মামলার সঙ্গে সরাসরি আমার কোনও সম্পর্ক নেই।’ অভিনেতা জানিয়েছেন, আগামী ১০ ফেব্রুয়ারি একটি বিবৃতির মাধ্যমে পুরো বিষয়টি আদালতে জানাবেন তাঁর আইনজীবীরা। সেই বিবৃতির মাধ্যমেই প্রমাণ হবে এই মামলার সঙ্গে কোনওভাবেই অভিনেতা জড়িত নন। তাঁর কথায়, ‘তারকারা সবসময়ই সহজ টার্গেট হন। এই বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen