শুভমন গিলের ব্যাটিংয়ে মেতেছেন সৌরভ, নিজের সোশ্যাল মিডিয়েতে ভারতীয় ক্যাপ্টেনকে নিয়ে কী বলেন তিনি?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি,১৬:৫৫: ইংল্যান্ডের মাটিতে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে গিয়েছে ভারতীয় ক্রিকেট দল। টেস্ট ক্রিকেট থেকে রোহিত, বিরাটের অবসরের পরে এই প্রথম টেস্ট সিরিজ খেলতে গিয়েছে ভারত। নতুন অধিনায়ক শুভমন গিলের অধীনে বড় পরীক্ষার মুখে ভারত। প্রথম টেস্টে হারের পর দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসেই চোখ ধাদানো ইনিংস খেলেছেন গিল। ইংল্যান্ডের মাটিতে ভারতীয় অধিনায়ক হিসেবে ২৬৯ রানের ইনিংস খেলে ইতিহাস গড়েছেন তিনি। তাঁর এই চোখ ধাঁধানো ইনিংসে মুগ্ধ ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। এজবস্টনের মাটিতে অধিনায়ক গিলের এই ইনিংসের ভুয়সী প্রশংসা করেছেন।
গিলের এই মনোমুগ্ধ করা ব্যাটিং দেখে সৌরভ নিজের টুইটারে লিখেছেন, ‘ অসাধারণ ব্যাটিং করেছে গিল। একেবারে নিখুঁত। ভয়ডর হীন ক্রিকেট। ইংল্যান্ডে আমার দেখা যেকোনও যুগের সেরা ইনিংসগুলোর মধ্যে এটি একটি। গত কয়েক মাসে নিজের খেলায় দারুণ উন্নতি করেছে গিল। আমার মনে হয় সম্ভবত টেস্ট ক্রিকেটে ওপেনিং ওর জন্য সঠিক জায়গা ছিল না। এই টেস্টটা তে ভারতের জয়ের সম্ভাবনা প্রবল।’
গিলও খুব খুশি নিজের এই ইনিংসের পর। তিনি এক সাক্ষাৎকারে বলেছেন, ‘এর আগের সিরিজগুলোতেও বেশ ভালো ব্যাটিং করছিলাম। কিন্তু ৩০-৩৫ রান করার পরেই আউট হয়ে যাচ্ছিলাম। আমার ব্যাট থেকে বড় রান আসছিল না মোটেও। আমি মাঠে নামার পর আমার শুধু একটা জিনিসই বার বার ঘুরত যে রান করতে হবে। তাই আমার ব্যাটিংকে যে উপভোগ করার ব্যাপারটা সেটাইহারিয়ে যাচ্ছিল। তবে এখন সব ভুলে ভালো করার চেষ্টা করছি।’