দেশজুড়ে পথ কুকুর বিতর্কে কী জানালেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি?
এমন পরিস্থিতিতে সরাসরি বক্তব্য রাখলেন দেশের প্রধান বিচারপতি বিআর গভাই। বুধবার তিনি জানান, পথ কুকুর সম্পর্কিত বিষয় তিনি নিজে দেখবেন।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৫:১৬: দিল্লি ও আশপাশের এলাকা থেকে পথ কুকুর সরিয়ে শেল্টারে পাঠানোর নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট (Supreme Court)। এই সিদ্ধান্তে দেশজুড়ে বিতর্ক শুরু হয়েছে।
এমন পরিস্থিতিতে সরাসরি বক্তব্য রাখলেন দেশের প্রধান বিচারপতি বিআর গভাই। বুধবার তিনি জানান, পথ কুকুর সম্পর্কিত বিষয় তিনি নিজে দেখবেন।
সেদিন তাঁর বেঞ্চে একটি মামলা উল্লেখ করা হয়। সেই মামলায় নিয়মিত নির্বীজকরণ ও টিকাদানের আবেদন জানানো হয়েছিল। শুনানির সময় প্রধান বিচারপতি বলেন, “বিষয়টি আমি নিজে দেখব।”
তবে তিনি এই মন্তব্য ২০২৪ সালের কোনও মামলার প্রেক্ষিতে করেছেন, নাকি সম্প্রতি দেওয়া সর্বোচ্চ আদালতের রায়ের প্রেক্ষিতে বলেছেন, তা স্পষ্ট নয়।
২০২৪ সালে দিল্লি প্রশাসনের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ তুলে এক স্বেচ্ছাসেবী সংস্থা মামলা করেছিল। অভিযোগ ছিল, নির্বীজকরণ ও টিকাদানের কাজ সঠিকভাবে না হওয়ায় কুকুরের কামড়ের ঘটনা বাড়ছে।
এই মামলায় ২০২৪ সালের জুলাই মাসে আদালত নোটিস জারি করে। বুধবার মামলাটি আদালতে উল্লেখ করা হলে প্রধান বিচারপতি জানান, অন্য একটি বেঞ্চ ইতিমধ্যেই পথ কুকুর নিয়ে নির্দেশ দিয়েছে। তিনি বলেন, বিষয়টি তিনি নিজে দেখছেন। তবে মামলার শুনানির তারিখ এখনও ঠিক হয়নি।