বিরাটদের কাঁদতে দেখে কী করল ছোট্ট ভামিকা?

বিশ্ব জয়ের পর অনুষ্কা আবেগঘন পোস্ট করলেন

June 30, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: এক যুগ পর এসেছে কাঙ্খিত জয়। টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ আসছে দেশে। তারপর কুড়ি ওভারের আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন বিরাট। ক্রিকেটপ্রেমীদের চোখে আনন্দাশ্রু। আবেগে ভাসছেন সব্বাই।

অন্যান্য সময় মাঠেই থাকেন বিরাট-পত্নী অনুষ্কা শর্মা। গ্যালারিতে থেকে গোটা দলকে উৎসাহিত করেন। এবার মাঠে ছিলেন না। বিশ্ব জয়ের পর অনুষ্কা আবেগঘন পোস্ট করলেন।

এদিন টিম ইন্ডিয়ার একাধিক ছবি সমাজ মাধ্যমে পোস্ট করেন বিরাট জায়া। রোহিত থেকে বিরাট, কোচ রাহুল, হার্দিক প্রত্যেকের চোখেই জল দেখা গেল ছবিতে। চোখে জল নিয়েই তাঁরা জয় উদযাপন করছেন। অভিনেত্রী লেখেন, “ভামিকা টিম ইন্ডিয়াকে কাঁদতে দেখে টিভির এপার থেকেই ওঁদের জড়িয়ে ধরতে চায়। আমি ওকে বলেছি, আজ ওঁদের খুব আনন্দের দিন, তাই ওঁরা আনন্দে কাঁদছে। আর ওঁদের ভালবাসায় ভরিয়ে দিয়েছেন ভারতবাসী।”

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen