আমেরিকায় দাঁড়িয়ে ভারতে হামলার হুঁশিয়ারি, কী বললেন পাক সেনাপ্রধান?

পাকিস্তানের প্রধানমন্ত্রী এ বিষয়ে একাধিক বার আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টিও আকর্ষণ করেছেন। এবার পাকসেনা প্রধান মিসাইলের হুঁশিয়ারি দিলেন।

August 11, 2025 | 2 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১১:২৪: আমেরিকায় দাঁড়িয়ে ভারতকে চরম হুঁশিয়ারি দিলেন পাকিস্তানের সেনাপ্রধান তথা ফিল্ড মার্শাল আসিম মুনির (Field Marshal Syed Asim Munir Ahmed Shah)। সম্প্রতি আমেরিকা সফরে গিয়েছেন মুনির। ‘অপারেশন সিঁদুর’ (Operation Sindoor) পরবর্তী সময়ে এই নিয়ে দুই মাসে দ্বিতীয়বার আমেরিকায় গেলেন মুনির। সেখান থেকেই তিনি পরমাণু শক্তির হুঁশিয়ারি দিয়েছেন। বলেছেন, নিজেদের সঙ্গে অর্ধেক বিশ্বকে নিয়ে ধ্বংসের হবেন। মনে করিয়েছেন, তাঁরা পরমাণু শক্তিধর দেশ। ১০টি মিসাইল বা ক্ষেপণাস্ত্র দিয়ে ভারতে হামলার হুমকি দিয়েছেন মুনির।

ফ্লরিডার টাম্পায় শিল্পপতি আদনান আসাদ আয়োজিত নৈশভোজে যোগ দিয়েছিলেন পাক সেনাপ্রধান। সেখানে তিনি বলেন, ‘‘আমরা একটি পরমাণু শক্তিধর দেশ। যদি মনে হয় আমরা ধ্বংসের পথে এগোচ্ছি, তবে অর্ধেক বিশ্বকে সঙ্গে নিয়ে আমরা ধ্বংস হব।’’

কাশ্মীরে পহেলগাঁওয়ে জঙ্গি হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে সিন্ধু জলবণ্টন চুক্তি স্থগিত করে দিয়েছিল ভারত। উল্লেখ্য, সিন্ধু এবং তার পাঁচ উপনদীর জল কী ভাবে ভারত এবং পাকিস্তানের মধ্যে ভাগ হবে, এই চুক্তি তা স্থির করে। চুক্তির শর্ত নয়া দিল্লি না মানলে পাকিস্তানে জলের সঙ্কট তৈরি হতে পারে। পাকিস্তানের কৃষির ৮০ শতাংশ নির্ভর করে সিন্ধু এবং তার উপনদীগুলির জলের উপর। সিন্ধু চুক্তি নিয়ে মুনিরের দাবি, ‘‘সিন্ধু নদ ভারতের পৈতৃক সম্পত্তি নয়। আমাদের কাছে ক্ষেপণাস্ত্রের কোনও অভাব নেই।’’ তিনি আরও বলেন, ‘‘ভারত বাঁধ তৈরি করুক, আমরা অপেক্ষা করব। যখন বাঁধ তৈরি করা হয়ে যাবে, আমরা ১০টি মিসাইল ছুড়ে সেই বাঁধ ধ্বংস করে দেব।’’

ভারতকে খোঁচা দিয়ে তিনি আরও বলেন, ভারত হাইওয়ের উপর দিয়ে আসতে থাকা ঝাঁ চকচকে একটা মার্সিডিজ, ঠিক ফেরারির মতো। কিন্তু তারা নুড়ি ভর্তি ট্রাক। গাড়িটাকে যদি ট্রাক ধাক্কা দেয়, পরাজয় কার হবে?

উল্লেখ্য, সিন্ধু জলচুক্তি নিয়ে এর আগেও একাধিকবার পাকিস্তান থেকে ভারতে হুঁশিয়ারি এসেছে। কিন্তু ভারতের অবস্থান, পাকিস্তান সীমান্ত-সন্ত্রাস বন্ধ না করলে সিন্ধু চুক্তি নিয়ে ভারতের অবস্থান বদলাবে না। চুক্তি স্থগিতই থাকবে। পাকিস্তানের প্রধানমন্ত্রী এ বিষয়ে একাধিক বার আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টিও আকর্ষণ করেছেন। এবার পাকসেনা প্রধান মিসাইলের হুঁশিয়ারি দিলেন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen