দড়ি টানাটানিতে রাজনৈতিক লড়াইয়ের ময়দানে হেনরি, সারাদিন কী কী করে সে?

মহুয়া মৈত্রকে ঘিরে ঘটতে থাকা ঘটনাক্রমের দৌলতে এখন হেনরির নাম সকলের জানা।

October 25, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: মহুয়া মৈত্রকে ঘিরে ঘটতে থাকা ঘটনাক্রমের দৌলতে এখন হেনরির নাম সকলের জানা। রাজনৈতিক দড়ি টানাটানি রটওয়েলারটিকে রাজনীতির ময়দানে এনে দাঁড় করিয়েছে। জানেন কি হেনরির নিজের একটি ইনস্টাগ্রাম হ্যান্ডেল রয়েছে? তাতে সারাদিনজুড়ে হেনরির নানান কান্ডকারখানার ছবি ভিডিও পোস্ট হয়। সারাদিন কী কী করে সে?

দিনভর নানা কাজে ব্যস্ত থাকে হেনরি, মর্নিং ওয়াক থেকে ডাইনিং টেবিলে বসে খাওয়া, বাড়িতে আসা অতিথিদের সঙ্গে আসরে বসা থেকে খেলা, দেখে নেওয়া যাক হেনরির কান্ড কারখানা-

মেজাজটাই আসল রাজা! রাজার মতো বিছানা শুয়ে রয়েছে হেনরি, ঘুম ভাঙার অপেক্ষা।


হেনরির ধোসা খাওয়া, সাউথ ইন্ডিয়ান খানা কি তার প্রিয়?


‘লেগ মাসাজ’ নিচ্ছে হেনরি, হেনরি কি একটু বেশিই আরামপ্রিয়?


অতিথিদের সঙ্গে আড্ডার আসরে হেনরি।


মুচমুচে পাঁপড়ের স্বাদে মজেছে হেনরি…


আদুরে হেনরির সবচেয়ে প্রিয় খাবার কি রুটি-মাংস?


TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen