রয়্যাল বেঙ্গল টাইগার-সহ বিরল প্রজাতির বন্যপ্রাণের উপর নজরদারি চালাতে কী উদ্যোগ বক্সার জঙ্গলে?

বনদপ্তর ভিনরাজ্য থেকে বাঘ এনে বক্সার জঙ্গলে ছাড়ার পরিকল্পনা করেছে।

July 18, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলে রয়্যাল বেঙ্গল টাইগার ও অন্যান্য বিরল প্রজাতির প্রাণীদের উপর নজরদারি চালাতে আরও ২০০টি অত্যাধুনিক ট্র্যাপ ক্যামেরা বসানো হচ্ছে। মঙ্গলবার রাজাভাতখাওয়া প্রকৃতি পর্যবেক্ষণ কেন্দ্রে আয়োজিত বনমহোৎসব অনুষ্ঠানে হাজির হয়ে বক্সা ব্যাঘ্র প্রকল্পের কর্তারা এমনই জানিয়েছেন। জঙ্গলে বসানো অত্যাধুনিক ক্যামেরায় ২৪ ঘণ্টা বন্য প্রাণীদের ছবি উঠবে।

বনদপ্তর ভিনরাজ্য থেকে বাঘ এনে বক্সার জঙ্গলে ছাড়ার পরিকল্পনা করেছে। বক্সার জঙ্গলে বাঘেদের খাদ্য-সহ নানা পরিকাঠামো তৈরির কাজ চলছে। বক্সা ব্যাঘ্র প্রকল্পের ক্ষেত্র অধিকর্তা অপূর্ব সেন জানান, বক্সায় ২০০টি অত্যাধুনিক ক্যামেরা বসানো হবে। দুর্গাপুজোর আগে বা পরে ক্যামেরা বসবে। স্বয়ংক্রিয় পদ্ধতিতে এক নাগাড়ে ছ’মাস ধরে ক্যামেরাগুলি ছবি তুলবে। ছবিগুলো ১০০ দিন অন্তর অন্তর পরীক্ষা করা হবে। ছবিগুলি চূড়ান্ত পরীক্ষার জন্য ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটিতে পাঠানো হবে। বাঘ ছাড়াও অন্যান্য বিরল জন্তুদের উপরও নজরদারি চালাবে ক্যামেরাগুলি।

জানা যাচ্ছে, ১৮০টি ক্যামেরা দিয়ে এখন ছবি তোলার কাজ চলছে। বর্ষার সময় বৃষ্টির জেরে দামি ক্যামেরা নষ্ট হওয়ার সম্ভবনা থাকে। সে জন্যে দুর্গাপুজোর আগে বা পরে বর্ষার মরশুম শেষ হলে ২০০টি ক্যামেরা বসানোর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। সব মিলিয়ে বক্সার জঙ্গলে ৩৮০টি ট্র্যাপ ক্যামেরায় নজরদারি চালানো হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen