সংসদীয় দলের সঙ্গে প্রথম বৈঠকে কী কী নির্দেশ দিলেন লোকসভায় তৃণমূলের নতুন দলনেতা অভিষেক?
লোকসভায় (Lok Sabha) তৃণমূলের সংসদীয় দলের নেতা হওয়ার পরই বৃহস্পতিবার দিল্লিতে প্রথম বৈঠক করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ০৯;৫৫: লোকসভায় (Lok Sabha) তৃণমূলের সংসদীয় দলের নেতা হওয়ার পরই বৃহস্পতিবার দিল্লিতে প্রথম বৈঠক করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সূত্রের খবর, দলের সাংসদদের একাধিক নির্দেশ দিয়েছেন অভিষেক। উপস্থিতি নিয়ে সাংসদদের বার্তা দিয়েছেন তিনি। সূত্রের খবর, অভিষেক বলেছেন, নিয়মিত সংসদে হাজিরা দিতে হবে। অধিবেশন চলাকালীন কেবল সই করা নয়, কক্ষেও থাকতে হবে গোটা সময়। লোকসভার সাংসদদের নিয়ে অভিষেক নতুন একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করেছেন বলেও জানা যাচ্ছে। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার বিষয়ে সাংসদ সতর্ক থাকতেও বলেন তিনি। দলের ভাবমূর্তি নষ্ট হয় এমন মন্তব্য করা থেকে বিরত থাকতেও বলা হয়েছে বলে জানা যাচ্ছে। তৃণমূল সূত্রে খবর, সংসদীয় দলে সকলকে মিলেমিশে কাজ করার বার্তা দিয়েছেন অভিষেক।
উল্লেখ্য, গত সোমবার সাংসদদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই তিনি ঘোষণা করেন, যতদিন সুদীপ বন্দ্যোপাধ্যায় সুস্থ হচ্ছেন না, ততদিন লোকসভায় দলনেতার দায়িত্ব সামলাবেন অভিষেক। সেই ঘোষণার পর প্রথম দিল্লি গেলেন অভিষেক। বৃহস্পতিবার সকালের বিমানে কলকাতা থেকে দিল্লি পৌঁছন অভিষেক। তারপর সংসদে যান। এদিন অভিষেক সহ নতুন মুখ্যসচেতক কাকলি ঘোষদস্তিদার এবং উপ দলনেত্রী শতাব্দী রায় লোকসভার স্পিকার ওম বিড়লার (Om Birla) সঙ্গে সাক্ষাৎ করেন। নতুন পদাধিকারীদের নাম আনুষ্ঠানিকভাবে নথিবদ্ধ করা হয়।
এদিন সংসদীয় দলের সঙ্গে বৈঠক করেন অভিষেক। সূত্রে খবর, অভিষেকের বৈঠকে বেশিরভাগ সাংসদ উপস্থিত থাকলে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, ঘাটালের সাংসদ দেব, বাঁকুড়ার অরূপ চক্রবর্তী এবং বারাকপুরের পার্থ ভৌমিক ছিলেন না। সুদীপ বন্দ্যোপাধ্যায় অসুস্থতার কারণে বাদল অধিবেশনে যাচ্ছেন না। দমদমের প্রবীণ সাংসদ সৌগত রায় অসুস্থ, সদ্য হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন। অভিষেকের বৈঠকে তাঁরা ছিলেন না।