Ghibli Style-এ ছবি বানিয়েছেন নাকি! জানেন এটি আদতে কী?

সোশ্যাল মিডিয়া জুড়ে অ্যানিমি ছবির ঝড়! সেলেব থেকে সাধারণ সকলেই মেতেছেন ট্রেন্ডে। নিজেদের ছবি AI-র সাহায্যে ঘিবলি স্টাইলে বানিয়ে ফেলছেন সকলে। ওপেন AI-র নতুন ইমেজ জেনারেটরের সাহায্যে মানুষ নিজেদের ছবি থেকে পছন্দের জায়গা, জিনিসকে স্টুডিও ঘিবলির আইকনিক অ্যানিমেশন স্টাইল আর্টে বদলে ফেলছেন। এই বিশেষ ধরনের অ্যানিমেশন আর্টের স্রষ্টা হায়াও মিয়াজাকি।

স্টুডিও ঘিবলি হল জাপানের বিখ্যাত অ্যানিমেশন স্টুডিও। যার উৎপত্তি টোকিওর কোগানেইয়ে। অ্যানিমেটর এবং

March 30, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: সোশ্যাল মিডিয়া জুড়ে অ্যানিমি ছবির ঝড়! সেলেব থেকে সাধারণ সকলেই মেতেছেন ট্রেন্ডে। নিজেদের ছবি AI-র সাহায্যে জিবলি স্টাইলে বানিয়ে ফেলছেন সকলে। ওপেন AI-র নতুন ইমেজ জেনারেটরের সাহায্যে মানুষ নিজেদের ছবি থেকে পছন্দের জায়গা, জিনিসকে স্টুডিও জিবলির আইকনিক অ্যানিমেশন স্টাইল আর্টে বদলে ফেলছেন। এই বিশেষ ধরনের অ্যানিমেশন আর্টের স্রষ্টা হায়াও মিয়াজাকি।

স্টুডিও জিবলি হল জাপানের বিখ্যাত অ্যানিমেশন স্টুডিও। যার উৎপত্তি টোকিওর কোগানেইয়ে। অ্যানিমেটর এবং পরিচালক মিয়াজাকি হায়াও এবং তাকাহাটা ইসাও এবং প্রযোজক সুজুকি তোশিও এটি তৈরি করেন। ১৯৮৫ সালে তাঁরা এটা তৈরি করেছিলেন। মিয়াজাকি নিজে এ ধরনের প্রযুক্তির ব্যবহার একেবারে পছন্দ করতেন না। তাঁর মতে, এই ধরনের প্রযুক্তি সৃষ্টিশীলতার জন্য ক্ষতিকর এবং জীবনকে অপমান করার সমতুল্য।

জিবলি আরবি শব্দ, এর অর্থ মরুভূমির উষ্ণ বাতাস। প্রতিষ্ঠাতারা এই নামের মাধ্যমে বোঝাতে চেয়েছিলেন, তাঁরা জাপানের অ্যানিমেশন ইন্ডাস্ট্রিতে নতুন এক হাওয়া বইয়ে দিতে চান। বর্তমানে এর ভাইরাল হাওয়ার কারণ, ওপেন AI-র চ্যাট জিপিটির নতুন ইমেজ জেনারেটর। অনেকেই এর সাহায্যে নিজেদের জিবলি স্টাইলে তৈরি করা ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। এতেই উন্মাদনা আরও বেড়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen