COVID Vaccine: কোভিড ভ্যাকসিনে হচ্ছে আকস্মিক মৃত্যু? কী জানাচ্ছে ICMR ও AIIMS?

July 2, 2025 | 2 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৩:১৫: সাম্প্রতিক একাধিক জাতীয় গবেষণায়, ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (ICMR) এবং অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (AIIMS) প্রমাণ করে দিয়েছে যে, কোভিড-১৯ (COVID-19) ভ্যাকসিন নেওয়া ও প্রাপ্তবয়স্কদের মধ্যে আকস্মিক হৃদরোগ বা অকাল মৃত্যুর (sudden premature deaths) কোনও সরাসরি যোগসূত্র নেই। বরং, গবেষণায় উঠে এসেছে – এই ধরণের মৃত্যুর পেছনে প্রধানত দায়ী জীবনযাত্রার ধরণ (lifestyle) এবং আগে থেকেই থাকা শারীরিক অসুস্থতা (pre-existing conditions)।

বুধবার এক প্রেস বিবৃতিতে (press statement) কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক (Union Health Ministry) জানায়, কোভিড ভ্যাকসিন এবং তরুণদের হৃদরোগে মৃত্যুর (heart attacks in young adults) মধ্যে কোনও সম্পর্ক নেই। এই বিবৃতি এসেছে এমন এক সময়ে, যখন কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া (Siddaramaiah) মন্তব্য করেন যে, কোভিড ভ্যাকসিনের কারণে তাঁর রাজ্যে হৃদরোগজনিত মৃত্যুর ঘটনা বেড়েছে বলে তাঁর সন্দেহ।

মন্ত্রকের বিবৃতিতে স্পষ্ট বলা হয়েছে, “হঠাৎ হৃদজনিত মৃত্যু (sudden cardiac deaths) নানা কারণে হতে পারে – এর মধ্যে জেনেটিক কারণ (genetics), জীবনযাত্রার অভ্যাস (lifestyle), পুরনো অসুখ (pre-existing conditions), এমনকি কোভিড-পরবর্তী জটিলতা (post-COVID complications) রয়েছে। বিজ্ঞানীরা বারবার বলেছেন, কোভিড ভ্যাকসিনকে এই ধরণের মৃত্যুর সঙ্গে যুক্ত করা বৈজ্ঞানিকভাবে ভিত্তিহীন (not supported by scientific consensus), বিভ্রান্তিকর (misleading), এবং অসত্য (false)।”

সম্প্রতি এমন এক আকস্মিক মৃত্যু গোটা দেশে আলোড়ন ফেলে দেয় – অভিনেত্রী শেফালি জারিওয়ালা (Shefali Jariwala) মুম্বইয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন। তাঁর বয়স ছিল মাত্র ৪২ বছর। এই ঘটনাটিও ভ্যাকসিন বিতর্কের কেন্দ্রে চলে আসে।

২০২০ সালের পর থেকে তরুণদের মধ্যে হৃদরোগে আকস্মিক মৃত্যুর একাধিক ঘটনা ঘটেছে, যা জনমনে আতঙ্ক সৃষ্টি করেছে এবং অনেকেই এর জন্য কোভিড ভ্যাকসিনকে দায়ী করেছেন। যদিও ICMR ও AIIMS-এর এই বিস্তৃত গবেষণার পর আশা করা যায় যে অবৈজ্ঞানিক সন্দেহ ও ভয়কে অনেকটাই দূর করা যাবে।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক এবং দেশের শীর্ষস্থানীয় চিকিৎসা গবেষণা প্রতিষ্ঠানগুলির এই যৌথ ব্যাখ্যা এখন পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছে – কোভিড ভ্যাকসিন নিরাপদ (safe) এবং জনস্বাস্থ্যের জন্য এক বড় হাতিয়ার। গুজব বা অমূলক ভয় নয়, বিজ্ঞান এবং গবেষণাই হোক সিদ্ধান্ত নেওয়ার ভিত্তি।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen