স্বাধীনতা দিবস ১৫ আগস্ট, বাংলা তারিখটি কত?

২০০ বছরের পরাধীনতার পর ১৯৪৭ সালের ১৫ আগস্ট ভারত স্বাধীন হয়।

August 15, 2025 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ২০০ বছরের পরাধীনতার পর ১৯৪৭ সালের ১৫ আগস্ট ভারত স্বাধীন হয়। ১৯৪৭ সালের ১৫ আগস্ট পর থেকে প্রতিবছর এই দিনটিকে ভারতের স্বাধীনতা দিবস হিসেবে পালন করা হয়। উৎসবে মেতে ওঠেন সমগ্র ভারতবাসী। লালকেল্লায় জাতীয় পতাকা উত্তোলন করা হয়। কিন্তু স্বাধীনতা দিবসের বাংলা তারিখটি কত?

ইংরেজি তারিখ অনুযায়ী, দেশ স্বাধীন হয়েছিল ১৯৪৭ সালের ১৫ আগস্ট। বাংলায় সেই সময়টা ছিল শ্রাবণ মাস। তারিখটা ছিল ২৯শে শ্রাবণ। ৭৭ বছর আগে ১৩৫৪ বঙ্গাব্দের ২৯শে শ্রাবণ স্বাধীন হয়েছিল ভারতবর্ষ। বছরভেদে বাংলা তারিখটির হেরফের হয়। বাংলা তারিখ হিসাবে স্বাধীনতা দিবস সচরাচর পালন করা হয় না।

ভারতবর্ষ গণতান্ত্রিক রাষ্ট্র। এখানে নানা ধর্মের, নানা ভাষাভাষীর মানুষ থাকেন। বিশ্বের বেশিরভাগ দেশ যেহেতু ইংরেজি ক্যালেন্ডার ব্যবহার করে, তাই ১৫ আগস্ট দিনটিকেই ভারতের স্বাধীনতা দিবস হিসেবে পালন করা হয়। এবার পালিত হবে ভারতের ৭৮তম স্বাধীনতা দিবস। স্বাধীনতা পাওয়ার ৭৭ তম বর্ষপূর্তি উপলক্ষ্যে সেজে উঠবে ভারতবর্ষ।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen