করোনা পরবর্তী সময়ে মোদীর বিদেশ যাত্রার খরচ কত? মুখে কুলুপ PMO-র

মোদীর বিগত ১৬টি বিদেশ সফরের ব্যয়ের কোনও হিসেব দেয়নি কেন্দ্রের ক্ষমতাসীন সরকার।

July 2, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi
ছবি সৌজন্যে: PIB

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বিরোধীরা কটাক্ষ করে বলেন মোদীকে ভারতের চেয়ে বেশি বিদেশেই দেখা যায়। এর কারণ অবশ্য মোদী ঘনঘন বিদেশ সফরে যাওয়া। যদিও করোনার জেরে, মাঝে দুবছর মোদীর বিদেশ ভ্রমণে ছেদ পড়েছিল। সদ্য আমেরিকা, মিশর সফর সেরে এসেছেন মোদী। কিন্তু সফরে কত খরচ হল? হিসেবে দিচ্ছে না মোদী সরকার। মোদীর বিগত ১৬টি বিদেশ সফরের ব্যয়ের কোনও হিসেব দেয়নি কেন্দ্রের ক্ষমতাসীন সরকার।

উল্লেখ্য, করোনাকালের আগে ৫৯ বার বিদেশযাত্রার ৫৯৩ কোটি ৭৬ লক্ষ ৯২ হাজার ৭৬৩ টাকা ব্যয় করেছেন মোদী। ২০১৯-শের নভেম্বর থেকে ২০২১-এর মার্চ অবধি, কোভিডের কারণে বিদেশ যাননি মোদী। সে সময় খরচ জানা গেলে, করোনা পরবর্তী সময়ের বিদেশ ভ্রমণে খরচ জানা যাচ্ছে না।

কোভিডের পর, ২০২১ সাল থেকে বাংলাদেশ, আমেরিকা, জাপান, জার্মানি, ইতালি, ব্রিটেনের মতো ১৬টি দেশ ঘুরেছেন মোদী। কিন্তু খরচ নিয়ে কোনও তথ্য দেয়নি, প্রধানমন্ত্রীর দপ্তর। ১ জুলাই রাত অবধি পিএমও-র ওয়েবসাইটে মোদীর ১৬টি বিদেশ সফরের খরচের জায়গাটি ফাঁকা রাখা রয়েছে। নিয়মোমাফিক প্রধানমন্ত্রীর বিদেশ ভ্রমণের যাবতীয় খরচ করে স্বরাষ্ট্র মন্ত্রক। তারাও জানায়নি কিছু। দেশবাসীর করের টাকাই ব্যয় করে সরকার, সেই টাকাতেই প্রয়োজনীয় এই বিদেশ সফরগুলো হয়। কিন্তু আমজনতা খরচ সম্পর্কে কিছুই জানতে পারে না।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen