‘জাতীয় মানবাধিকার কমিশন কি করছে?’, শুনানি পর্বে নাগরিক হেনস্থা প্রসঙ্গে প্রশ্ন বিধানসভার অধ্যক্ষের
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি, ১৮:৩০: বাংলায় ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন অর্থাৎ SIR-র দ্বিতীয় পর্যায়ের কাজ চলছে। শুনানি চালাচ্ছে নির্বাচন কমিশন। অসুস্থ, প্রবীণ, বৃদ্ধ, বৃদ্ধাদের পর্যন্ত শুনানিতে ডাকা হচ্ছে। অভিযোগ উঠছে, প্রবীণ নাগরিকদের হেনস্থা করা হচ্ছে। সরব হয়েছে তৃণমূল। এবার বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ও এই অভিযোগ করলেন। বুধবার তিনি বলেন, ‘‘শুনানিতে বয়স্ক মানুষদের যেভাবে ডেকে পাঠানো হচ্ছে, তাতে অনেক অসুস্থ এবং অত্যাধিক বয়সের মানুষ রয়েছেন। কারও বয়স ৯৬, কারও বয়স ৭০, কারও বয়স আবার ৭৫। যাঁরা চলাফেরা করতে পারেন না, যাঁদের বাড়ির বাইরে বেরোনোর সমস্যা রয়েছে। এ ভাবে প্রবীণ মানুষদের ওপর চাপ তৈরি করা হচ্ছে।’’
বিধানসভার অধ্যক্ষের প্রশ্ন, ‘‘দেশে একটি জাতীয় মানবাধিকার কমিশন রয়েছে। মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, মানুষের মৌলিক অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। কেন্দ্রীয়ভাবে যাঁরা মানবাধিকার সুরক্ষার দায়িত্বে রয়েছেন, তাঁরা এখন কি করছেন?’’ মানবাধিকার কমিশনের উদ্দেশ্যে তিনি আরও বলেন, ‘‘এক্ষেত্রে তো কোনও পদক্ষেপ করতে পারেন। মানুষের সাংবিধানিক অধিকার লঙ্ঘনের দৃষ্টান্ত আর এর চেয়ে বেশি কিছু হতে পারে না। আমরা মনে হয় এ ক্ষেত্রে তাঁদের হস্তক্ষেপ প্রয়োজন।’’
উল্লেখ্য, জেলায় জেলায় শুনানিকেন্দ্রের সামনে দেখা যাচ্ছে লম্বা লাইন। শয্যাশায়ী বৃদ্ধকেও নিয়ে যাওয়া হচ্ছে শুনানিকেন্দ্রে। অসুস্থ, বৃদ্ধ এমনকী অন্তসত্ত্বাদেরও দীর্ঘক্ষণ লাইনে দাঁড়াতে হচ্ছে। এই আবহে স্পিকার নির্বাচন কমিশনের বিরুদ্ধে জাতীয় মানবাধিকার কমিশনের হস্তক্ষেপের দাবি তুলেছেন।
অন্যদিকে, বিধানসভার শীতকালীন অধিবেশন প্রসঙ্গে স্পিকার জানান, আগামী জানুয়ারির প্রথম সপ্তাহে পশ্চিমবঙ্গ বিধানসভার শীতকালীন অধিবেশন অনুষ্ঠিত হতে পারে। তিনি বলেন, ‘‘নির্বাচন সংক্রান্ত প্রক্রিয়া সম্পূর্ণ হলে অধিবেশন ডাকার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। অধিবেশন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে বলেই তিনি আশাবাদী।’’ প্রসঙ্গত, নভেম্বর-ডিসেম্বর মাসে বিধানসভার শীতকালীন অধিবেশন বসে। সূত্রের খবর, এ বছর ভোটার তালিকার সংশোধন প্রক্রিয়া চলার কারণে অনেক বিধায়ক ব্যক্তিগতভাবে স্পিকারকে অনুরোধ করেন যে, অধিবেশন ডাকা হলে তাঁরা SIR প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন না। সেই আবেদন মেনে নিয়ে এ বছরে শীতকালীন অধিবেশন নভেম্বর-ডিসেম্বর মাসে হয়নি।